পঞ্চম পরিচ্ছেদ অপর তোরণ দিয়া বাহির হইয়া গেল। সেই তোরণের পাশ্বে এক ব্যক্তি অশ্ব লইয়া অপেক্ষা করিতেছিল। চর অশ্বারোহণে মহামন্ত্রীর গৃহাভিমুখে যাত্রা করিল। তখন দামোদর শল্মার নিদাভঙ্গু হইয়াছে, বৃদ্ধ গোবিন্দগুপ্তের সন্ধানে প্রাসাদে যাইবার উদ্যোগ করিতেছিলেন । চর তারার গুহে প্রবেশ করিয়া তাঙ্গকে জুগিদে দেপিতে পাইল এবং প্রণাম করিয়া কঠিল, “দেব, মহারাজপুত্রের সংবাদ লষ্টয়া আসিয়াছি।” দামোদর শয়৷ "জিজ্ঞাসা করিলেন, “কি সংবাদ?” “মহারাজপুত্র BBBBBSBBBBB DBBBB BB DBBB BBBB BBBS BBBBB S “উত্তম ।” চর প্রণাম করিয়া প্রস্থান করিল। মহামন্ত্রী শিবিকারোহণে প্রাসাদে যাত্ৰা করিলেন । o পঞ্চম পরিচ্ছেদ কলিঙ্ক চৈত্যে অতিথি গোবিন্দ গুপ্ত যখন তাহার জ্যেষ্ঠকে লইয়া নর্ভুকী ইন্দ্ৰলেখার গৃহ হইতে প্রাসাদে ফিরিতেছিলেন, সেই সময়ে পঞ্চনদের উত্তর প্রান্তে জনৈক পথিক দ্রুতপদে গিরিসঙ্কট পার উক্টর পুরুষপুর নগরের পশ্চিম তোরণের দিকে অগ্রসর হইতেছিল। রজনীর প্রথম যাম তখন শেষ স্তইয়া আসিয়াছে, নগরদ্বার হক্টতে পুরুষপুর পর্য্যন্ত বিস্তৃত পথ তখন জনশূন্ত । পথিক পরিচিত-পথ বলিয়াই অন্ধকারে দ্রুতপদে চলিতে পারিতেছিল।
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।