‘LL සෑ করুণা যুদ্ধান্তে চক্রপালিত, হর্ষ গুপ্ত ও কৃষ্ণ গুপ্ত আসিয়া মঙ্গরাজপুলকে অভিবাদন করিলেন। গোবিন্দ গুপ্ত র্তাহাদিগকে কহিলেন, “তোমরা অস্তুৰ্ব্বেদী অধিকার করিয়া মথুরার দিকে অগ্রসর হও, স্কন্দ ও আমি মহোদয়ে যাইব৷” ঠষ গুপ্ত বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “পিত, মঙ্গেদয়ে ?” “ষ্টা। 'পুল, গোবিন্দকে হত্যা করে এমন লোক উত্তরাপথে জন্মায় নাই!” “মঙ্গেদয়ে —?”, “মঙ্গেদয়ে এখন কি হইতেছে ?” “আপনার ও জোষ্ঠের মৃত্যু উপলক্ষে উৎসব হইতেছে।" ষষ্ঠ পরিচ্ছেদ =ఖీ-ఫీడ్లి-#థకాథ* マて支tvえて李 মহোদয় নগরের প্রশস্ত রাজপথে দড়াইয়া একজন নাগরিক অপরকে জিজ্ঞাসা করিতেছিল, “ওহে, ব্যাপারটা কি বুঝিতে পারিলে ?” দ্বিতীয় নাগরিক কহিল, “কিছুষ্ট ত' বুঝিলাম না, একখানা নৌকা সংগ্ৰহ করিয়া রাখিয়াছি, যখন বেগতিক দেখিব তখন গঙ্গা পার হইয়া পলাইব ।” “মথুরা যে গিয়াছে সে বিষয়ে কোনই সন্দেহ নাই, তথাপি ইহারা ত’ বেশ নিশ্চিন্তমনে বসিয়া আছে ?” “ইহার কাহারা ?” “এই শিবননী, সজঘস্থবির হরিবল, মহারাজাধিরাজ, আর কে ?” “আরে নিৰ্ব্বোধ, যখন হণ আসিবে তখন দেখিবি ইঙ্গর বীরপুরুষের মত রথে চড়িয়া পাটলিপুত্রে পলাইবে । তখন মরিব, তুই আর আমি ” “দেখ, ভাই, এই ছোড়ার দল ধন্য বটে, পাচহাজার অশ্বারোহী লইয়া স্বন্দগুপ্ত ইচ্ছা করিয়া যমের
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।