هم অষ্টম পরিচ্ছেদ WᏬ8☾ আগস্তুক শিরস্ত্রাণ গ্রহণ করিয়া তাহার অভ্যস্তর হইতে একখানি ভূৰ্জপত্র বাতির করিলেন, তাই। গ্রহণ করিয়া হরিবল উৎসুকচিত্তে পাঠ করিলেন । “যদি ইঙ্গ যুদ্ধক্ষেত্রে পাও, যদি আর্য্যাবৰ্ত্তবাসী হও, তাই। করলে পাটলিপুত্রের দক্ষিণে রোহিতাশ্বের পথে, বাসুদেব-মন্দিরে ইs: প্রেরণ করি ৪ ।” o পাঠ শেষ করিয়া সঙ্ঘস্থবির হরিবল আগন্তুককে জিজ্ঞাসা করিলেন, “ইত কে পাইছিল ?” “আমি ” “কোথায় পাঠপ্লাছিলে ?” “আটবিক প্রদেশে, প্রতিষ্ঠানের দক্ষিণে বিজন বনমধ্যে একটি স্তপে ” “সেখানে আর কিছু দেখিলে ?” “ভীষণ যুদ্ধের সমস্ত চিঙ্গই দেখিলাম, চারিদিকে গলিত নরদেষ্ট, স্ত,প অদ্ধদগ্ধ ” “ভগবানের জয় হউক, অবলোকিতেশ্বর এতদিনে সদ্ধৰ্ম্মের পথ পরিস্কার করিলেন । স্কন্দ মরিয়াছে, গোবিন্দ মরিয়াছে, সুতরাং আমিই এখন মগধের অধীশ্বর । ভাল, তুমি আর একটা কাজ করিয়া যাও, শত্রর শেষ রাখিতে নাই, শিরস্ত্রাণটা বাসুদেব মন্দিরে দিয়া আইস ।" * আগস্থক প্রণাম করিমু বিদায় গ্রহণ করিল এবং কপোতিক সত্তারাম হইতে বাসুদেব-মন্দিরে যাত্রা করিল। মন্দিরের সম্মুখে মঠের অলিন্দে বসিয়া বৈষ্ণব সন্ন্যাসী জপ করিতেছিলেন, আগন্তুক রথ হইতে নানিয়া তাহাকে প্রণাম করিল । জপ শেষ হইলে সন্ন্যাসী নয়নোন্মীলন করিলেন এবং আগন্তুককে জিজ্ঞাসা করিলেন, “বৎস, তুমি কি চাহ ?” উত্তর না দিয়া আগন্তুক তাহার হস্তে ভগ্ন-শিরস্ত্রাণ ও পত্র প্রদান করিল। পত্র পাঠ করিয়া সন্ন্যাসীর প্রশস্ত ললাট কুঞ্চিত হইল, তিনি অদ্যমনঙ্গ হইয় বলিয়া উঠিলেন, “গণনা কি মিথ্যা হুইল ? এখন ত’ সুবরাজভট্টারক স্কন্দ গুপ্তদেবের মৃত্যু হইতে পারে না । নারায়ণ, এ কি ছলনা ?” বার বার ভূৰ্জপত্রে লিখিত আদেশ পাঠ করিয়া সন্ন্যাসী অবশেষে আসন ত্যাগ করিলেন। দেবকুণের সুখে যুথিকাতরুতলে অরুণাদেবী বিগ্রহের জন্য
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।