いる8や করুণা মালা রচনা করিতেছিলেন, সন্ন্যাদা অতি পারপদে তাহার নিকটবৰ্ত্তী হইলেন এবং শুষ্ক কণ্ঠে কঠিলেন, “মা ।” বিস্মিতা অরুণ র্তাহার মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, “কি, পিতা ?” সন্ন্যাসী তাতার হস্তে }শর স্বাণ ও পত্র প্রদান করিলেন । পত্রপাঠ করিয়া অরুণার মুখমণ্ডল প্রফুল্ল কমলের দ্যায় টংকুল্ল হইয়া উঠিল, তিনি কছিলেন, “পিতা, সেবার আবঙ্গ ক হইয়াছে, প্ৰভু সেই জন্ত স্মরণ করিয়াছেন । তিনি ত' পূৰ্ব্বেই "আমাকে অনুমতি দিয়া গিয়াছেন ?? সন্ন্যাসী রুদ্ধকণ্ঠে কহিলেন, “শুন, মা, আমার নিকট দীক্ষাগ্ৰহণ করিয়াছ, ছয় বংসর আমার নিকট বাস করিয়াছ, তুমি জান আমি JBBB SBBB S KDK BBB BB BBB BBB BBB BBS S বহুদিন হইতে বরাজ ভট্টারক স্বদ গুপ্তের কোষ্ঠ গণনা করিয়া আর্সিয়াছি, জানিতে পারিয়াছি যে তাঙ্গর মৃত্যুর বিলম্ব আছে। শিরস্ত্রাণ ও পত্র দেখিলাম, এখন ও নক্ষত্রের গতিতে আমার অবিশ্বাস হয় নাই। শুন মাতা, তুমি জান, পুষুেণ মিথ্যা কথা কঙ্গে না, যুবরাজ নিশ্চয় জীবিত আছেন, বুদ্ধের অনুরোধ রক্ষা কর । মাতা, কিছুকাল অপেক্ষা কর।” ঈষং তা করিয়া অরুণাদেবী কছিলেন, “পিতা, আপনারই মুখে শুনিয়াছি, জগং মায়াময়, নারায়ণ স্বয়ং ভূভারহরণ করিতে অবতীর্ণ হইয়। মায়ায় আচ্ছন্ন হইয়াছিলেন । পিতা, বৈষ্ণবী মায় আপনাকে অন্ধ করিয়াছে, কাঙ্গর জন্ত অপেক্ষা করিব, কিসের জন্য অপেক্ষা করিব ? অরুণার গর্ভে কি সন্তান আছে, তাহার ক্রোড়ে কি শিশুপুত্র আছে ? বেণ্ডাকন্ত। আর্যাপট্টে পদার্পণ করিয়াছে, গুপ্তকুললক্ষ্মী পট্টমহাদেবীর সহিত প্রাসাদসীমা পরিত্যাগ করিয়াছেন, এ দেশে কি অধিক দিন বাস করিতে আছে, আবার কোন দিন, আবার কোন চন্দ্রসেন—” “যথা অভিরুচি, মাত, বুদ্ধ ক্ষণকাল বৰ্ত্তমান বিস্তৃত হইয়াছিল। যাও মা, অধিক দিন বিরহ সহ নাই, এখনও সহিবে না । মুহূৰ্ত্তকালু অপেক্ষা কর।”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।