○○ミ করুণা গরুড়ধ্বজ বহন করিয়াছিল, আর্য্য সমুদ্রগুপ্ত গিয়াছেন, চন্দ্রগুপ্ত গিয়াছে, শিশু কুমার গুপ্ত ও গোবিন্দ গুপ্ত গিয়াছে, কিন্তু বৃদ্ধ স্থাণুদত্ত অতীতের সাক্ষার স্বরূপ জীবিত আছে । চিন্তা নাই, ভয় নাই, আবখ্যক উইলে বৃদ্ধ স্থাণুদস্তু আবার গরুড়ধ্বজ বহন করিবে । সাম্রাজ্যের কার্যে পোল্ল আত্মোৎসর্গ করিয়াছে, বিশ্ববৰ্ম্মার পুত্রের ন্যায় ততুদত্ত স্বামিধৰ্ম্ম-রক্ষার্থ দক্ষিণ হস্ত বলি দিয়াছে, তাঙ্গতে কি হইয়াছে ? পুত্র, পৌত্র, প্রপৌত্র BK BBBB SBBBBSBB BBB BBBBBS BBBB BBBB BBBBBB অণুপরমাণু পৰ্য্যন্ত স্বামীর জন্য উৎসর্গীকৃত হইবে । সমুদ্র গুপ্তের প্রপৌত্র, দ্বিতীয় চন্দ্র গুপ্তের পৌত্র, কুমার গুপ্তের পুত্র, প্রতিষ্ঠানপুরে স্বাগত । মগধে বৌদ্ধ হরিবল প্রবল, পঞ্চনদ হ্ণ পদানত, তথাপি চিন্তানাই ; BBBBBBBBBS BBBB gBBB BB BBBS BBBBBBB BBBS তারের অলৌকিক শিক্ষা বিস্তৃত হয় নাই, চাহিয়া দেখ, প্রতিষ্ঠানের আবালবৃদ্ধবনিতা তোমার পদপ্রান্তে লুষ্ঠিত হইতেছে, তাহারা শুনিয়াছে, বাসুদেবের অংশে স্কন্দগুপ্ত জন্মগ্রহণ করিয়াছেন, কুমারগুপ্তের পুত্র দেবতা ও ব্রাহ্মণ, রমণী ও শিশু, তীর্থ ও শস্তক্ষেত্রের পরিত্রাতা, আর্যাবস্তের একমাত্র ভরসাস্থল। প্রতিষ্ঠানবাসি, স্কন্ধগুপ্ত ফিরিয়াছে, আর ভয় নষ্ট, আর হণ আসিবে না ।” সুদুর সমুদ্রগৰ্জ্জনের ন্তায় প্রথমে ধীরে ধীরে আরব্ধ হইয়া গগনবিদারক জয়ধ্বনি অবশেষে প্রাচীন প্রতিষ্ঠানগুরের পাযাণময়ী ভিত্তি পর্যান্ত কম্পিত করিল। অকস্মাং হুণভীতি অপনোদিত হওয়ায় প্রতিষ্ঠানবাসী আনন্দে যুগপৎ হাস্য ও রোদন করিতে আরম্ভ করল। পিতা পুত্রকে, ভ্রাতা ভ্রাতাকে, বন্ধু মিত্রকে অলিঙ্গন করিয়া অনর্থক নিরর্থক বাকাবার করিতে আরম্ভ করিল। তুমুল কোলাহলে প্রতিষ্ঠানপুরী মুখরিত হইয়। উঠিল । সহসা মালবরাজের হস্তহীন দক্ষিণ বাহু ষ্টদ্ধে উত্থিত হইল, কোলাহল তৎক্ষণাং নিবারিত হইল। বন্ধুবৰ্ম্ম কুঁহিলেন, “প্রতিষ্ঠানবাসি,
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।