করুণা سہاب (ع* তৎক্ষণাৎ আর্যাপটের সম্মুখে আসিয়া গোবিন্দগুপ্ত আসি কোষমুক্ত করিয়া অভিবাদন করিলেন, তাহার পশ্চাতে বন্ধুবৰ্ম্মা অগ্রসর হইতেছিলেন, তাঙ্গকে দূরে নিক্ষেপ করিয়া শুভ্র বস্ত্রাবৃত উন্মাদ ভানুমিত্র আর্যাপটের সম্মুখে আসিয়া দাড়াইলেন এবং উভয় হস্তে সমাটের কণ্ঠ আলিঙ্গন করিয়া কছিলেন, “বল ভুলি নাই, ভাই, একবার বল ভুলি নাই ?” আবেগরুদ্ধ কণ্ঠে স্কন্দগুপ্ত বলিয়া উঠিলেন, “ভুলি নাই, তুলি নাই, আবার বালীকাতারে যাইব, আবগুক হইলে সুমেরু কুমেরু পর্যন্ত সন্ধান করিব। ভাই, কাহাকেও ভুলি নাই ।” তখন বন্ধুবৰ্ম্ম চক্ৰপালিত ও অভিজাত-কুলজাত সমস্ত যুবা একে একে সম্রাটকে অভিবাদন করিলেন । শূন্ত সিংহাসনে মুকুট স্থাপন করিয়া নবীন সম্রাট দামোদর শম্মাকে কহিলেন, “পিতামহ, পিতৃঋণ শোধ করিতে চলিলাম, পাটলিপুত্র রঙ্গিল, মগধ রহিল, আর্য্যাবৰ্ত্ত রহিল । মাগধ সেন যদি প্রাচীন কৰ্ত্তব্য সম্পন্ন করিতে পারে, পিতৃভূমি যদি বৰ্ব্বর পাদস্পশ-মুক্ত হয়, অসহায় নরনারীর আৰ্ত্তনাদ যদি ভাগ্যবিধাতার সিংহাসন কম্পিত না করে, তাই তইলে আবার পাটলিপুত্রে ফিরিব, আবার মগধভূমি দেখিব, নতুবা এই শেস । পিতামহ, শুনিয়াছি, পিতামহ আপনার হস্তে রাজ্যভার অর্পণ করিয়াছিলেন, রাজ্যভার আপনাদের হস্তেই রহিল, পাটলিপুত্র রহিল, মগধ রহিল, উত্তরাপথ রহিল, আর্য্যপটে যেন কখন দণ্ডধরাভাব না হয় ।” বুদ্ধ মহামাত্য অবনত মস্তকে কছিলেন, “যথা আজ্ঞা মহারাজ !”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।