ত্রয়োদশ পরিচ্ছেদ ©ጻማት f “উত্তরাপথের এক অংশ শক্রহস্তে প্রদান করিলে যদি সদ্ধৰ্ম্মের উন্নতি হয়, তাত কি বাঞ্ছনীয় নহে ?” “ভদ্র, মাগধের মুখে এ কথা শুনিব বলিয়া মগধে আসি নাই। যে মগধ চন্দ্রগুপ্ত, বিন্দুসার ও অশোকের পিতৃভূমি, ঘে'মগধে চন্দ্র গুপ্ত, সমুদ্রগুপ্ত ও গোবিন্দ গুপ্ত জন্মগ্রহণ করিয়াছেন, সে BBB BBBB BBBB BBBB S BBB S BB BBB BBBBB উত্তরাপথের তোরণরক্ষা করিয়া আসিতেছে, সেইজন্য মগধ উত্তরাপথের শীর্ষস্থানীয়। ভদ্র, আমি গন্ধারবাসী, অতীতের ইতিহাস স্মরণ করিয়া লক্ষ লক্ষ অসহায় নরনারী আজি ও ভরসা করে যে, মাগধসেন আসিয়া তাহাদিগকে বৰ্ব্বরপীড়ন হইতে রক্ষা করিবে, সেই জন্য সুদূর গন্ধার, ও কপিশার দূতরূপে শত শত ক্রোশ পর্যটন করিয়া, মগধে আসিয়াছি । হে সৌগত, আজি সদ্ধৰ্ম্মী মাগধ কি অত্যাচার-প্রপীড়িত সদ্ধৰ্ম্মাকে পদদলিত হইবার জন্য বৰ্ব্বরের পদতলে নিক্ষেপ করিবে ? আশ্রিতরক্ষণতৎপর মাগধ কি আশ্রয়দানে বিমুখ হইবে? ভদ্র, সদ্ধৰ্ম্মের উন্নতি না হউক, আর্য্যসজঘ রসাতলে যাউক, তথাপি মাগধ সেনা কৰ্ত্তব্য বিস্তুত না হয়, যে মগধে তথাগতের জ্ঞান-চক্ষু উন্মালিত হইয়াছিল, সে মাগধ যেন চিরদিন উত্তরাপথের শীর্ষস্থানীয় থাকে । মহারাজাধিরাজ স্বন্দ গুপ্ত ব্যতীত আর কেহ উত্তরাপথ রক্ষা করিতে পরিবে না, তিনি উত্তরাপথ রক্ষা না করিলে সৰ্ব্বনাশ হুইবে, কুচিস্তা পরিত্যাগ করুন, স্কন্দ গুপ্ত ব্যতীত উত্তরাপথের গতি নাই। উত্তরাপথ রক্ষ হইলে একদিন সদ্ধৰ্ম্মের উন্নতি হইবেই হইবে।” * “প্ৰভু, আপনি আর্য্যসঙ্ঘের পূজনীয় সত্ত্বঘস্থবির, আপনার মুখে সদ্ধৰ্ম্মবিরুদ্ধ কথা শুনিয়া মৰ্ম্মাহত হইলাম । আপনি সম্রাটের সহিত সাক্ষাৎ করুন, তিনি অবশুই উত্তরাপথরক্ষার ব্যবস্থা করিবেন।” “সম্রাট ? সম্রাট, ত মগধে নাই ?”, “স্কন্দগুপ্ত মগধ ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু প্রকৃত সম্রাটু পরমেশ্বর পরমভট্টারক পরম-সেীগত পুরগুপ্তদেব এই
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।