ত্রয়োদশ পরিচ্ছেদ «ጋዓ§ কণ্টক উন্মলিত হইবে। এই সংবাদ কিয়ংকাল গোপন রাখিবার জন্য পরম-সৌগত মহারাজাধিরাজ আপনাকে মগধে অবস্থান করিতে নিমন্ত্রণ করিয়াছেন ।” * বুদ্ধ সঙ্ঘস্থবির উভয় হস্তে মুখাবরণ করিয়া রুদ্ধকণ্ঠে কহিলেন, “বুদ্ধং শরণ, গচ্ছামি, ধৰ্ম্মং শরণং গচ্ছমি, সজলং শরণং গচ্ছামি ।” দ্বিতীয় ভিক্ষুর আদেশে সৈনিকদ্বয় বুদ্ধকে নদীতীর হইতে উদওপুর নগরের দিকে লইয়া চলিল । নগরে প্রবেশ করিয়ু বৃদ্ধ সজলস্থবির দেখিতে পাইলেন যে, তোরণসমূহ পত্র পুষ্পে সুসজ্জিত হইয়াছে, তাই দেখিয়া তিনি ভিক্ষুকে জিজ্ঞাসা করিলেন, “ভদ, নগরে কি কারণে উৎসবের আয়োজন ?” ভিক্ষু কহিল, “মগধবাসী দ্বাদশ বৎসর সম্রাটের মুখাবলোকন করে নাই, আজি নুতন সম্রাট্ শোভাযাত্রার সহিত উদগুপুরের পথে বাচির হইবেন, সেইজষ্ঠ নগরবাসী উৎসবের আয়োজন করিয়াছে।” “সম্রাটু কি দ্বাদশ বৎসর মগধ পরিত্যাগ করিয়াছেন ?” “ই, সদ্ধৰ্ম্মবিদ্বেষী স্কন্দগুপ্ত দ্বাদশ বর্ষ যাবৎ পবিত্র মগধভূমি তাঙ্গর কলুমিত পাদস্পর্শে কলঙ্কিত করে নাই ।” বৃদ্ধের গণ্ডস্থল বঙ্কিয়া অশ্রুধারা প্রবাচিত হইল, তিনি অবনত মস্তকে কহিলেন, “ভদ্র, আর শুনিতে চাতি না । স্তে সুগত, এ মগধ কি সেই মগধ ?”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।