একাদশ পরিচ্ছেদ ૭તેજ A আদেশ করুন।” “ক্রমশঃ বুঝাইয়া দিতেছি। প্রথমে,একটি শপথ কর, আমার অসি গ্রহণ কর পর অন্ধকারে অসি গ্রহণ করিয়া ভিক্ষু জিজ্ঞাসা করিল, “প্ৰভু, কি শপথ করিব ?” শপথ কর যে অদ্য রাত্রিতে যদি আমার মৃত্যু হয়, তাহা হইলে আমার সঙ্গী এই গৌড়ীয় ব্রাহ্মণকে তৎক্ষণাং দামোদর গুপ্তের গৃহে লইয়া যাইবে ?” “শপথ করিলাম।” গোবিন্দগুপ্ত তখন ঋষভদেবকে কহিলেন, “ঠাকুর, বিন উদ্বেতে আপনাকে এই স্থানে লইয়া আসি নাই। পাটলিপুত্রে ধাহাকে কেহ চিনে না এমন এক ব্যক্তিকে অদ্য বিশেষ প্রয়োজন হুইয়াছে, আপনার হস্তে একটি গুরুতর কার্যাভার অর্পণ করিতেছি। অদ্য রাত্রিতে যদি আমার মৃত্যু হয় তাঙ্গ হইলে মুরারি ও তাহার অনুচরবর্গ আপনাকে মহামন্ত্রী দামোদর শম্মার নিকট লইয়া যাইবে । আপনি বুদ্ধ মন্ত্রীকে বলিবেন যে গরুড়ধ্বজ ভাঙ্গিয়াছে। স্মরণ রাখিবেন-কথা কয়টি স্মরণ রাখিবেন, ইহার উপরে সাম্রাজ্যের মঙ্গল নির্ভর করে।” ঋষভদেব শুষ্কমুখে কহিলেন “রাখিব।” তখন গোবিন্দ গুপ্ত ভিক্ষুকে কহিলেন, “মুরারি, বৰ্ম্মাবৃত হইয়া সঙ্ঘারামে প্রবেশ করিয়াছি কিন্তু বহির্গমনকালে বেশ পরিবর্তন করিতে চাহি ; তুমি কতকগুলি পরিচ্ছদ ক্রয় করিয়া আন ।” “প্রভু, আমার নিকট অনেকগুলি ব্রহ্মচারীর গৈরিক বসন আছে, তাহ ব্যবহার করিবেন কি ?” “পরিব, লইয়া আইস ।” মুরারি দ্বার মুক্ত করিয়া বস্ত্র আনিতে গেল । গোৱিন্দ গুপ্ত একে একে দেহু হইতে বৰ্ম্ম মোচন করিলেন। ঋষভদেব দেখিলেন যে, বৰ্ম্মের নিম্নে মহারাজ-পুত্রের স্কন্ধ ও বক্ষ স্বক্ষ লোঁহনিৰ্ম্মিত জালে আবৃত। মুরারি বস্ত্র লইয়া ফিরিয়া আসিল, তিনজনেই গৈরিক-বস্ত্র পরিধান করিয়া দ্বিতীয় খণ্ডের দ্বারা দেহ আবৃত করিলেন এবং তৃতীয় খণ্ড মস্তকে বন্ধন করিলেন। তখন মহারাজ-পুত্ৰ কহিলেন, “মুরারি, মণিকার জাহ্ননের গৃহে যাইব,
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।