দ্বাদশ পরিচ্ছেদ * ○ পারিতেছি না ; অনুগ্রহ পূৰ্ব্বক পথ নির্দেশ করিয়া দিবেন কি ?” “নগরের পশ্চিম দিকে একাধিক তোরণ আছে, কোন তোরণে যাইতে ইচ্ছা করেন?” “একাধিক তোরণ ? মহাশয়, আমি পাটলিপুত্র নগরে আচাৰ্য্য বুদ্ধদাস ব্যতীত আর কাহারও সহিত পরিচিত নহি, তিনি পারাবত অথবা কপোতিক সঙ্ঘারামে অবস্থান করিতেন।” “বুদ্ধদাসের নাম শুনি নাই, পারাবত এবং কপোতিকসজঘারাম নগর মধ্যে অবস্থিত, আপনার আমার সহিত অস্থন । এখনও পথে লোক চলিতে আরম্ভ করে নাই সুতরাং পথ জিজ্ঞাসা করিয়া লইতে পরিবেন না " . . ভিক্ষু ও ব্রাহ্মণ দীর্ঘাকার পুরুষের সহিত চলিতে আরম্ভ করিলেন। দীর্ঘাকার পুরুষ জিজ্ঞাসা করিলেন, “আপনারা কি পঞ্চনদ হইতে আসিতেছেন ?” “না, আমি পুরুষপুর নগর হইতে আসিতেছি, আমার সঙ্গী বাহলীক নিবাসী।” “পুরুষপুর ? বাহুলীক ? আপনারা কি তীর্থযাত্রায় বহির্গত হইয়াছেন ?” “না মহাশয়, তীর্থযাত্রার উদ্দেন্ত ছিল বটে, কিন্তু তাহা অদ্যাপি সিদ্ধ হয় নাই, সম্প্রতি আত্মকাৰ্য্যে মগধে আসিয়াছি।” “আপনি ত ভিক্ষু, তীর্থযাত্রা অথবা পর্যটন ব্যতীত কি কার্য্যে এত দূরদেশে আসিয়াছেন?” “আমরা উভয়েই মহারাজ-পুত্র গোবিন্দগুপ্তের দর্শনমানসে পাটলিপুত্রে আসিয়াছি।” “উভয়েই ?” “হা, উভয়েই।” “মহারাজ-পুত্র অল্প সময়ের জন্য নগরে আসিয়াছেন, তিনি পাটলিপুত্রে অবস্থানকালে বিষয়কাৰ্য্যে মনঃসংযোগ করিতে পারিবেন বলিয়া বোধ হয় না ।” 犧 বাহুলীক-নিবাসী ব্রাহ্মণ এতক্ষণ ইহাদের কথোপকথনে যোগদান করেন নাই, তিনি সহসা বলিয়া উঠিলেন, “সজঘস্থবির, তবে কি উপায় হইবে ? বৈশাখের প্রারম্ভে হুণগণ কপিশা আক্রমণ করিবে।” দীর্ঘাকার পুরুষ চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “হণ ? কুণনামক বৰ্ব্বরজাতি বক্ষুর পরপারে বাস করে, তাহারা কি প্রকারে কপিশী আক্রমণ করিবে ?
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।