表 কর্ণানন্দ । জয় শ্ৰীগোপাল ভট্ট প্রেমভক্তি কুপ ॥ জয় শ্ৰীল রঘুভট্ট দয়া কর মোরে। জয় রঘুনাথ দাস রাধাকুণ্ড-তীরে ॥ জয় জয় জীবগোসাঞি করুণীর নিধি। জয় শ্ৰীক্সাচাৰ্য্য প্রভু গুণের অবধি ॥ জয় জয় রামচন্দ্র কবিরাজ গোবিন্দ । দোহার চরিত্র রসে জগত আনন্দ। জয় শ্ৰী বৈঞ্চব গোসাঞি পতিতপাধন। দয়া কর প্রভু মোরে লইলু শরণ ॥ শুন শুন ভক্তগণ করি এক মন । দুই শক্তি মহাপ্রভু কৈল। প্রকটন। নিজ মনোহভীষ্ট তাহা করিতে প্রকাশ। পৃথিবীতে ব্যক্ত লাগি মনের উল্লাস ॥ গ্রন্থ প্রকটিলা তাতে ঐরণে শক্তি দিয়া । আনন্দ হইল চিত্তে শক্তি প্রকাশিয় ॥ হেন মহ। মহাধন কৈল প্রকটন। লক্ষ গ্রন্থ প্রকাশিলা যাহার কারণ ॥ হেন লে দুল্লভ ধন প্রকাশ লাগিয় । শ্ৰীনিবাসে শক্তি হেতু প্রকাশিলা গিয়া ॥ দুই শক্তি প্রকাশিয়া মনের আনন্দ । যাহ। আস্বাদিয়া জীব হইল স্বচ্ছন্দ ॥ হেন সে দুল্লভ ধন প্রকাশ লাগিয়া । ঐনিবাসে শক্তি হেতু প্রচারিল গিয়া ॥ হেন শ্ৰীনিবাস মোর আচাৰ্য্য ঠাকুর । কল্পবৃক্ষাপ্রয়ে জীব তাপ কৈল। দুর । শ্ৰীনিবাস কল্পবৃক্ষরূপে অবতার। করুণা করিয়া জীবের করিলা নিস্তার ॥ রামচন্দ্র কবিরাজ যে বৃক্ষের শাখা। তাহার অনন্ত গুণ কি করিব লেখা। মধুর মূরতি রামচন্দ্র কবিরাজ । বৃক্ষসম গুণ যার জগতের মাঝ ॥ তাহার অনুজ হয় অতি গুণবান। শ্ৰীগোবিন্দ কবিরাজ যাহার আখ্যান ॥ আর শাখা তাতে গোবিন্দ চক্রবর্তী নাম । তিন জন শাখা সৰ্ব্ব গুণের নিধান ॥ এই অাদি করিয়া যতেক বৃক্ষের শাখা। অনন্ত অপার তার কে করিবে লেখা। এবে ত কহিয়ে বৃক্ষের উপ
পাতা:কর্ণানন্দ.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।