পাতা:কর্ণানন্দ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి8 কর্ণানন্দ প্রাপ্তি এক ইহা কেমনে হইব । সদাই অন্তরে ভাবি কাছারে পুছিব ॥ মোর ভ্রাতা পদ কৈল পরকীয়া মতে । মনে ছিল সেই পদ গৌড়ে প্রকাশিতে ॥ এত চিন্তি তিন জনে বিচার করিল। ভাবিতে ভাবিতে ইহা নিশ্চয় জানিল ॥ শ্রীজীব গোসাঞির স্থানে পত্রী করিয়া লিখন। পাঠাইব পত্র দঢ়াইলাম তিন জন ॥ গোস্বামি-পার্ষদবর্গে এক লিখন । মনে বিচারি ইহ লঞা যাবে কোন জন ॥ রায় বসন্ত নামে এক মহাভাগবত । বৃন্দাবন যাবার লাগি চিন্তে অবিরত ॥ আমিরা কহিল তারে যত বিবরণ । তার দ্বারে পত্রী মোর। দিলু তিন জন ॥ শ্ৰীজীব গোস্বামিতার যত পার্ষদৃবর্গে। কহিবে সকল কথা যত মহাভাগে ॥ পত্রী তবে লইয়। রায় গেল। বৃন্দাবন । শ্ৰীগোস্বামিপদে যাই দিলেন লিখন । তার পর পার্ষদৃবর্গে পত্র দিলেন লৈয়া। কহিলেন সব কথা বিস্তার করিয়া । কত দিন ব্যতীত গোসাঞি দিল প্রত্যুত্তর । পার্ষদগণ পত্র লইয়। আইল সত্বর ॥ লিখিলেন গোসাঞি এক আমার প্রভুরে । ব্যাসপ্রতি কিছু কহে বিতৃষ্ণ অন্তরে ॥ আবেশ করিয়৷ এই গোস্বমিলিখনে । ব্যাস শৰ্ম্ম। সংপ্রতি আছেন কোন স্থানে ॥ অবশ্যই এই বার্তা লিখিবে অামারে। বুঝিতে নারিয়ে আমি তাহার অন্তরে ৷ তবে অীমাদের প্রতি গোস্বtমিলিখন। পরম অtশ্চৰ্য্য পত্রী কর্ণরসায়ণ ॥ মোরে পত্র লিখিবারে কিবা প্রয়োজন । শ্রীমৎ আচার্য্য যাহে কৃপার ভাজন ॥ বিশেষে উপদেশিল আচাৰ্য্য মহাশয় । তার যেই মত সেই মোর মত হয় ৷ সাধনে যেই ভাব্য সেই প্রাপ্তি বস্তু হয়। পত্রীতে বুঝtইল ইহা নাহিক সংশয়৷ এই তত্ত্ববস্তু শ্ৰীগোসাঞি কৃষ্ণদাস ।