পাতা:কর্ণানন্দ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম নির্ধাস । ఫి(t নিজগ্রন্থ মাঝে তাহা করিলা প্রকাশ ॥ ব্রজের কোন ভাব লইয়া যেই জন ভজে । ভাবযোগ্য দেহ পাঞা কৃষ্ণ পায় ব্রজে ॥ এই সব সারবস্তু কহিল নিশ্চল । শুনহ গোস্বামি পত্র শ্রবণ মঙ্গল ॥ মোর প্রভু প্রতি আগে গোস্বমিলিখন ॥ র্তাহি মধ্যে তোমার নাম করহ শ্রবণ ॥ রায় বসন্ত যবে বৃন্দাবন গেল। মোর প্রভুর বার্তা গোসাঞি জিজ্ঞাসিলা ॥ জানাইলা সব বার্তা শ্রীরায়বসন্ত । জানিলেন গোসাঞি যতেক বৃত্তান্ত ॥ আগে পত্রী পঠাইলা আমার প্রভুকে । পত্রি পাই মোর প্রভু ধরিলা মস্তকে ॥ পত্রে বেদ্য হইল৷ প্রভু যত সমাচার। পত্রী পড়ি প্রভুর নেত্ৰে বহে জলধার ॥ তার পরে রায় যবে আইলা গৌড়দেশে। পত্রী পাইয়া আমাদের বাড়িল সন্তোষে ॥ তাহারে পুছিনু আমি সকল কারণ। শৰ্ম্ম উক্তি কেন হবে গোস্ব/মিলিখন ॥ রায় কহে যবে গোসাঞি শুনিলা কারণ । শৰ্ম্ম বিনা হেন উক্তি করিব কোন জন ॥ ভক্তমুখে হেন বাক্য কভু নাহি হয়। ব্রাহ্মণ পণ্ডিতের মত এই ত নিশ্চয় ॥ ভাদ্রমাসে প্রভু প্রতি গোস্বামিলিখন । বৈশাখে মোদের প্রতি পত্রী করহ শ্রবণ ॥ তত্ৰ পত্রী ॥ স্বস্তি মদীয় সমস্ত সুখপ্রদপদদ্বন্দ্ব শ্ৰীশ্ৰীনিবাসাচার্য্য চরণেষু— জীবনাম সোঁইয়ং নমস্কৃত্য বিজ্ঞাপয়তি। ভবতাং কুশলং সদা সমীহে তত্ত্ব বহুদিনং যাবন্ধ প্রাপ্তমিতি তেন বয়মানন্দনীয়াঃ । অত্রীহং সংপ্রতি দেহনৈরুজ্যেন বর্তে অন্যে চ তথা বর্তন্তে কিন্তু শ্ৰীভূগর্ভগোস্বামিচরণাঃ দেহং সমপিতবস্তঃ