পাতা:কর্ণানন্দ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম নির্যাগ । } o Y তিছে শক্তি যে তীর্মীর ॥ শ্ৰীনিবাস নাম তার মেীর অদশনে । অল্প বয়সে তিহে আলিবে বৃন্দাবনে ॥ এই কেীপীন বহিৰ্ব্বাস তারে তুমি দিবে। লক্ষ গ্রন্থ দিয়া তারে গৌড়ে পাঠাইবে ॥ সনাতন রূপে কহিবে এ সব কারণ। ব্রজের বিলাস গ্রন্থ যেন করে সমপৰ্ণ ॥ মোর নিজ শক্তি তিহে। ইথে অন্য নয়। এ সব রহস্য কথা কহিবা নিশ্চয় । যে জাজ্ঞা বলিয়া শিরে বন্দিলা চরণ। ভূমে লোটাইয়া কৈল চরণ বন্দন ॥ প্রভু কহে আর এক কহিয়ে তোমারে । দক্ষিণতীর্থ করি মুঞি আসিব সত্বরে ৷ তবে তুমি বৃন্দাবনে করিবে গমন । আসন ডোর পাঠাইব তোমার কারণ ॥ সে আসনে বসি তুমি গলে ডোর দিব । প্রেমমূৰ্ত্তি শ্ৰীনিবাসে কৃপা যে করিব ॥ তাহরে কহিবা এই বচনের সার । তোমার কৃপাতে মেীর কৃপা কি কহিব আর ; প্রভুদত্ত বস্ত্র দ্রব্য লইয়া যতনে। লুকাইয়। রাখিল অতি করিয়া গোপনে ॥ শ্ৰীভট্ট গোসাঞি যবে বৃন্দাবনে গেলা ॥ শ্রীরূপ সনাতনের সঙ্গেই রহিল ॥ এসব প্রসঙ্গ চৈতন্যচরিতামৃতে । কবিরাজ গোসাঞি করিয়াছেন বেকতে। মহাপ্রভুর শাখা যবে করিল। বর্ণন । তাহাতেই এই বাক্য করছ শ্রবণ। শ্ৰীগোপালভট্ট এক শাখা মহোত্তম । রূপসনাতন সঙ্গে যার প্রেম অtলাপন ॥ ভট্টগোসাঞির স্তব গোস্বামী কৃষ্ণদাস । তাহীতেই এই সব করিলা প্রকাশ ॥ নিরস্তর হরিভক্তি কথনে যার শক্তি । সদা সৎ-অনুভব যিহে বিষয়ে বিরক্তি ॥ মহাপ্রভুর আগমনে বিখ্যাত যার পাট । কে বুঝিতে পারে সেই চৈতন্তের নাট ॥ হেন সে সৌভাগ্য যার কহনে ন৷ বায় । যার গৃহে