পাতা:কর্ণানন্দ.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । ' ● শাখাগণ । ত্রবলরাম কবিরাজদি উপশাখাগণ ॥ শাখা অনুশাখ। যার জগৎ ব্যাপিল । করুণ কটাক্ষ যাতে পত্র নিকলিল ॥ নানা সৎ ভাবাবলি পুষ্প বিকশিত। স্তব্ধ পরকীয়। যাতে গন্ধ অtমোদিত ॥ এই মতে বৃক্ষ অতি সুগন্ধ হইল । নিরমল প্রেমভক্তি ফল উপজিল শুন শুন ভক্তগণ করি নিবেদন । শ্রবণাদি জলে কর বৃক্ষের সেচন ॥ কৰ্ম্ম জ্ঞানীদিক সব দূরে তেয়াগিয়া । ফল আস্বাদহ সবে আকণ্ঠ পূরিয়া ॥ শ্ৰীনিবাস রূপে কল্পবৃক্ষের সাজন। গৌড়দেশে লক্ষ গ্রন্থ কৈলা প্রকটন। শ্রীরূপ গোস্বামিকৃত যত গ্রন্থগণ। যত গ্রন্থ প্রকাশিলা গোস্বামী সনাতন ॥ শ্ৰীভট্ট গোসাঞি যাহ। করিলা প্রকাশ । রঘুনাথ ভট্ট অর রঘুনাথ দাস ॥ ঐ জীব গোস্বামিকৃত যত গ্রন্থ চয়। কবিরাজ গ্রন্থ যত কৈলা রসময় ॥ এই সব গ্রন্থ লইয়া গৌড়েতে স্বচ্ছন্দে। বিস্তারিল প্ৰভু তাহা মনের আনন্দে ॥ শ্ৰীনিবাস বায়ু রূপে গ্রস্থ মেঘ লইয়। লইয় আইল৷ যিহো যতন করিয়া ॥ ব্রজগিরি-মধ্য হইতে গ্রন্থ মেঘ আনি । গৌড়দেশ কৃষি সিঞ্চে দিয়া প্রেমপানি ॥ কলি রবি-তাপে দগ্ধ জীব-শস্যগণ । কৃষ্ণ প্রেমামৃত বৃষ্টে পাইল জীবন ॥ প্রেমের বদল হুইল পৃথিবী ভরিয়া । ভকত ময়ুর নাচে মাতিয়া মাতিয়া ॥ যাজি গ্রামে বসতি করিলা প্ৰভু যবে । প্রত্যহ বৈষ্ণবগণ অtসি মিলে তবে ॥ , তা সবাকে প্রেম কথা কহে ভক্তিযোগে । ঘুচাইলা তা সবার জ্ঞান কৰ্ম্ম রোগে ॥ এইরূপে কত দিন প্রেমানন্দে যায় । কৃষ্ণপ্রেমরসে ভাসে ভাবময় গায়। বৈষ্ণবের উপরোধে বিবাহ করিল। কত দিন পরে পুন অীর বিভা কৈল ॥ ভক্তিরসাম্তসিন্ধু