পাতা:কর্ণানন্দ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S e কর্ণানন্দ - যতন ॥ মহাপ্রভু-দত্ত যেই আসনে বসিয়া । মন্ত্র দীক্ষণ দিব তোরে মহানন্দ পাঞl ॥ আসনে বসিয়া তবে কৈল মন্ত্র দীক্ষা । গ্রন্থাবলী দিয়া তবে করাইল শিগণ ॥ গ্রন্থেতে নিপুণ যবে প্ৰভু মোর হইলা । দেখিয়া ত সব গোসাঞির সন্তোষ জন্মিলা ॥ আজ্ঞা করিলেন তুমি গৌড়দেশে যাহ। শ্রীরূপের অtঙ্গা ইথে নাহিক সন্দেহ । শ্ৰী জীব কহেন শুন আচার্ষ্য মহাশয় । মহাপ্রভুর আজ্ঞা এই জানিহ নিশ্চয় ॥ পূৰ্ব্বে মহাপ্রভু এই তোমার নিমিত্তে। পত্রী পাঠাইয়াছিল। নীলাচল হইতে ॥ পত্রী দেখি মোর প্রভু কান্দিতে লাগিলা। কান্দিতে কান্দিতে প্ৰভু ভাবিতে লাগিলা ॥ প্রেমরূপে জন্ম এই নাম শ্ৰীনিবাস । দেখিতে না পাইব বিধি করিলা নিরাশ ॥ মোর প্রতি কহিলা গোসাঞি হইয়া সদয় । শ্ৰীনিবাসে সমপিয়া যন্ত গ্রন্থচয় ॥ এই গ্রন্থ লইয়। তুমি গৌড়দেশে যাহ। মহাপ্রভুর আজ্ঞা যাতে গ্ৰন্থরাশি লহ ॥ তবে মোর প্রভু কিছু কহিতে লাগিল। প্রভুর সঙ্গে রহি সদা মোর মনে ছিল । বৃন্দাবনে বাস আর প্রভুর সেবন । ইহা ছাড়ি কেমনে গৌড়ে করিব গমন ॥ গুরু-ভাঙ্গ বলবতী ইথে অন্য নয় । নিজ মনোরখ-কথ। তবে নিবেদয় ॥ নিশ্চয় করিয়া যদি যাব গৌড়দেশে। তবে মোরে এই আজ্ঞা করহ সন্তোষে ॥ আমার সম্বন্ধ প্ৰভু ধরিব যেই জনে । সেই সে পাইব রাধাকৃষ্ণের চরণে ॥ আজ্ঞা কর সবে মিলি সদয় হইয়া। নতুবা না যাব আমি শুন মন দিয়া ॥ ইহা শুনি গোসাঞি সব আনন্দ অপার। নয়নেতে প্রেমধার বহে অনিবার ॥ গোসাঞি সব একত্র হইয়া গোবিন্দ নিবটে। নিবেদন করে