পাতা:কর্ণানন্দ.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*१२ । । কর্ণামন্দ । গে, কে গঢ়িয় দিল কানে। মনের সহিত মোর, এ পাঁচ পরাণি গে, যোগী হইলাম ওহারি ধেয়ানে ॥ ২ ৷ নাসিক উপরে শোভে,এ গজমুকুতাগে,সোনায় মণ্ডিত তারপাশে । বিজুরী সহিতে কেবা, চান্দের কলিকা গো, মেঘের আড়ালে থাকি হাসে ॥ ৩। সুন্দর কপালে শোভে, কিবা সুন্দর তিলক গো, তাহে শোভে অলকার পাতি। হিয়ার ভিতরে মোর,ঝলমল করে গেচন্দে যেন ভ্রমরের পাতি ॥৪। মদনফাঁদ ওনা, চুড়ার টালনি গো, উহা নাকি শিখিয়াছে কোথা । এবুক ভরিয়া মুঞি,উহ ন দেখিলু গে!,এই বড় মরমের ব্যথা ॥৫ কেমন মধুর রসে, সেনা বোল খানি গে, হাতের উপরে লাগি প{ঙ । তেমন করিয়া ঘদি, বিধাতা গঢ়িত গো, ভাঙ্গিয়t ভাঙ্গিয় তাহা খঙি ॥ ৬ ॥ করিবর কর যিনি, বাহুর বলনি গো, হিঙ্গুলে মণ্ডিত তার অtগে । যৌবন বনের পাখী, পিয়াসে মরয়ে গো, তাহার পরশ রস মাগি ॥ ৭ ॥ অমিয়া মাখল কিবা, চন্দন তিলক গো, কপালে সাজিয়া দিল কে । নিরখিয়া চাদমুখ, কেমনে ধরিব বুক, পরাণে কেমনে জীয়ে সে ॥ ৮ ॥ চরণে নুপুরধ্বনি, খঞ্জ-নরব জিনি গো, গমন মন্থর গজমাত।। অমিয়া রসের ভাসে, ডুবল তাহুে শ্ৰীনিবাস গে, প্রেমসিন্ধু গঢ়ল বিধাত ॥ ৯ ॥ আস্বদিয়া অন্যান্যে গলা ধরিয়া রোদন ! ক্ষে তাiনন্দ হইল তাহ বলিব কোন জন ॥ মোর প্রভু যথাযোগ্য সম্ভাষে সবারে । দণ্ডবৎ প্রণাম করি প্রেম গর গরে ৷ কেহ করে অলিঙ্গন কেহ করে নতি । সবাকারে হইল কৃপা গৌরবের স্থিতি ॥ তবে অধিকারী গোস্বামী শ্ৰীকৃষ্ণ পণ্ডিত ।