পাতা:কর্ণানন্দ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠনির্যাস | 3 গোবিন্দের শয়ন করাইল অীনন্দিত ॥ অfজ্ঞা মাল গোরিন্দের আনিয়া ধরিল । আনন্দিত হইয়া সবে প্রভুর গলে দিল ॥ প্রসাদ মালা পাইয়া সবার বাঢ়িল আনন্দ । প্রসাদ ভোজন সবে করিলা স্বচ্ছন্দ। তাম্বল তুলসীমালা সবাকারে দিল । তবে সবে নিজ নিজ বাসারে তাইলা ॥ অীর এক দিনে সবে একত্র যবে হইল। মোর প্রভু প্রতি সবে আজ্ঞা যে করিলা । শুন শ্ৰীনিবাস গৌড়ে করহ গমন । গ্ৰন্থরাশি লেহ তুমি করিয়া ষতন ॥ ভট্ট গোসাঞি কহে শুন বচন আমার । সবে মেলি শুন এই প্রভুর ব্যবহার ॥ এত কহি গোস্বামির মনের উল্লাস । আনিয়া ধরিলা গেীরের কেীপীন বহিৰ্ব্বাস ॥ মোর প্রভুর মাথে তাহ বান্ধিয়া ত দিল । দক্ষিণ ঘাইতে প্ৰভু মোরে আজ্ঞ দিল ॥ আমার প্রসাদি বস্ত্র কেীপীন বহিৰ্ব্বাস। শ্ৰীনিবাসে দিতে অজ্ঞা অত্যন্ত উল্লাস ॥ পুন আজ্ঞা হইল তাহ শুনহ সত্বরে । তব কৃপায় মোরে কৃপা জানাইবে তারে ॥ এসব প্রসঙ্গ কথা কহিনু দুই জনে । স্ত্রীরূপ সহিত কথা কহিনু সনাতনে ॥ তবে দুই ভাই এই প্রসঙ্গ শুনিয়া । কত সুখ উপজিল প্রেমে পূর্ণ হঞা এত শুনি যত গোসাঞি আনন্দ পাইলা । গৌড়েতে যাবার লাগি অনুমতি দিল ॥ তাহ শুনি প্রভু মোর ভট্ট গোস্বামিরে । ঐগুণমঞ্জরী রূপ বর্ণন অচিয়ে ॥ তথাহি পদং . -

  • প্রেমকপুঞ্জরী, শুন গুণমঞ্জরী, তুহু সে সকল শুভদাই । তু হারি গুণ গণ, চিন্তই অনুক্ষণ, মকু মন রহল বিকাই। হরি হুরি কবে মোর শুভদিন হেtয় । কিশোরী কিশোর পদ,

I ed I