পাতা:কর্ণানন্দ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼᏬ কর্ণানন্দ । 會 কালের বিচ্ছেদ কেবা করিব বর্ণন । পশু পক্ষী আদি সবে করিলা ক্ৰন্দন ॥ বিবর্ণ হইয়া কিছু হইলেন স্থিরে। প্ৰভু প্রতি বাক্য সবে কহে ধীরে ধীরে ॥ শুন শুন শ্ৰীনিবাস কহিয়ে তোমারে। নির্বিঘ্নে তুমি আইস গোঁড় নগরে ॥ ইহেঁ। গৌড়ে তাইলা গোস্বামী বৃন্দাবনে। পথে পথে যায় সবে করিয়৷ ক্ৰন্দনে৷ ষে প্রকারে গৌড়দেশে গমন করিলা । প্রেমবিলাস গ্রন্থমাঝে বিস্তারি বর্ণিল। লিখিলেন সেই গ্রন্থ জাহ্নবী আদেশে। গ্রন্থ প্রকাশিলা তাহ নিত্যানন্দদাসে ॥ তাহাতে বিস্তার অাছে এ সব প্রসঙ্গ। অমৃত জিলিয়া কিবt বাক্যের তরঙ্গ ॥ গ্রন্থ লইয়া প্রভু মোর আইলা গৌড়দেশে । তথাতে তোমারে কৃপা করিলা বিশেষে ॥ ফেব। প্রতিজ্ঞt করি প্রভু মোর আইল । আহার করাণ অামি প্রত্যক্ষ দেখিল । যে প্রতিজ্ঞ কৈল প্রভু তার এই সাক্ষী । সিদ্ধ প্রতিজ্ঞা প্ৰভু তোমাতেই দেখি ॥ তুমি ভাই পদ যবে করিলা বর্ণন । তাঁহাতেই এই বাক্যে করিয়াছ সূচন। ছুই পদ দুই কথা আছে পরকাশ । কিবা সে আশ্চৰ্য্য কথt স্নধার নির্যাস ॥ - তথাহি পদং ॥ রাধাপদে সুধারাশি, সে পদে করিলা দাসী, গোরাপদে বঁধি দিল চিত । শ্রীরাধারমণ সহ, দেখাইল কুঞ্জগৃহ, দেখাইলা দুহু প্রেম রাত ॥ অপরাধে জানাইল আপন ব্যবহার । কি কহিব ধেন তোমার আচার বিচার ॥ বসিয়া থাকিয়ে যবে, কাসিয়া উঠায় তবে, লইয়া যায়