পাতা:কর্ণানন্দ.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠনির্যাস హి দোষ কিছু ন লবে আমীর ॥ নিজ হিত আমি নাহি জানি ভালমতে । তথাপিহ প্রভুর গুণ বর্ণন করিতে ॥ বর্ণনের ভালমন্দ না জানি বিশেষে। তবে যে লিখিয়ে নিজ প্রভুর অাদেশে। দোষ ত্যাগ করি প্রভু করহ শ্রবণ। দন্তে তৃণ করি করে"। এই নিবেদন ॥ বুধইপাড়াতে রহি শ্ৰীমতী-নিকটে । সদাই আনন্দে ভাসি জাহ্নবীর তটে ৷ পঞ্চদশ শত আর বৎসর উনত্রিশে। বৈশাখ মাসেতে আর পূর্ণিমা দিবসে ॥ নিজ প্রভুর পাদপদ্ম মস্তকে করিয়া । সম্পূর্ণ করিল গ্রন্থ শুন মন দিয়া ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রভুর দাসের অনুদাস। তার দাসের দাস এই ষজুনন্দন দাস। গ্রন্থ শুনি ঠাকুরাণীর মনের আনন্দ। শ্ৰীমুখে রাখিল নাম গ্রন্থ কর্ণানন্দ ৷ শ্ৰীমতী সগণে গ্রন্থ করি আস্বাদন। পুলকে পূরিত দেহ সাশ্র নয়ন ॥ পুনশ্চ শ্ৰীমতী কহেন মস্তকে পদ দিয়া । কহিতে লাগিল৷ কিছু ইলিয়া হাসিয় ॥ মোর কর্ণ তৃপ্ত কৈলা গ্রন্থ শুনাইয়া । শ্রবণ পরশে মেীর জুড়াইল হিয়া ॥ শুন শুন তাহে পুত্ৰ কহিয়ে তোমারে। বড়ই আনন্দ মোর তাহা শুনিবারে ৷ কবিরাজের গণ অীর চক্রবর্তির গণ । ব্যবস্থা করিয়া মোরে করাহ শ্রবণ ॥ তবে মুঞি প্রভুপদে করিয়া বিনতি। ভূমিতে পড়িয়া পদে কৈল বহু স্তুতি প্রভু আজ্ঞা শিরে করি অনিন্দিত মন । লিখিয়ে প্রভুর আজ্ঞা করিতে পালন ॥ অষ্ট কবিরাজ আর চক্ৰৰী ছয়। পৃথিবীতে ব্যক্ত ইহা সুবেই জানয় । প্রধান শষ্ট কবিরাজ করিয়৷ বৰ্ণন। পশ্চাতে কহিব অন্য কবিরাজের গণ ॥ কবিরাজের জ্যেষ্ঠ রামচন্দ্র কবিরাজ। ব্যক্ত হৈয়া আছে নিয়'হে। জগতের মাঝ ॥ ১ ॥ তাহার অনুজ শ্ৰীকবি