পাতা:কর্ণানন্দ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । ' * লোটায় ॥ গদগদ নাদে কহে দেহ পদ ছায় । মোর উত্তীপিত প্রাণ না করহ মায়া ॥ প্রভু উঠি তার বাহুলত উঠাইয়া। হর্ষে গাঢ় আলিঙ্গন দিল করি দয়া । কৃষ্ণ ভক্তি হউক বলি আশীৰ্ব্বাদ কৈল । প্রেমে গদ গদ কিছু কহিতে লাগিল ॥ জন্মে জন্মে তুমি মোর বান্ধব সহায় । বিধাতা সদয় আনি দিলেন তোমায় ॥ এত বলি রাধাকৃষ্ণ মন্ত্র দিল তারে । শুনাইলা রাধাকৃষ্ণ লীলা বারে বারে ॥ পড়াইল৷ গ্রন্থগণ অলপ দিবসে । আশীৰ্ব্বাদ করি তারে আজ্ঞা দিল শেষে। তুমিহ আমার নিজ স্বরূপ সৰ্ব্বথায়। প্রেমময় হও তুমি গোবিন্দ কৃপায় ॥ বৃন্দাবনে তোমার সদৃশ একজন । বিধি জানি নিধি দিল নাম নরোত্তম ॥ চিরদিন একত্রেতে করিমু বসতি । তোমা দিয়া দুই চক্ষু দিল দয়ামতি ॥ এইরূপে তারে কৃপা করি শিখাইলা । নরোত্তম ঠাকুর তার সঙ্গে করি দিল ॥ নরোত্তমে রামচন্দ্রে প্রেম বাঢ়ি গেল । এক প্রাণ ভিন্ন দেহ হেন প্রেম হৈল ॥ তবে প্রভু শ্ৰীগোবিন্দ কবিরাজ প্রতি । দয়া কৈল শিষ্য হইল অপিয়া শকতি । তাহীর অমুজ হয় পরম পণ্ডিত । মহাভাগবত দোহে প্রেমময় চিত। রাধাকৃষ্ণ বিহারগীত রসপদ্য-মতে। কবিরাজ আজ্ঞা দিলা অতিকৃপা যাতে ॥ তাহার স্বপদ্য গীত কৈল বহুরীতে । পৃথিবী ভাসিল যবে প্রেমামৃত গীতে ॥ছুই কবিরাজের দুইত ঘরণীরে । তাছারে করিলা দয়া সদয় অন্তরে ৷ তবে প্ৰভু দিব্যসিংহ * প্রতি দয়া কৈল । প্রভু কৃপ পাই ঘেঁহো ধন্য অতি হৈল ॥ তার পর সুচরিত। দুই প্রভুর ঘরণী । দেহারে

  • দিবীসিংহ-গোবিনা কবিরাজের পুত্র।