পাতা:কর্ণানন্দ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । ' :సి শ্ৰীকৃষ্ণচৈতন্য পাদপদ্মের অtশ্রয় । মধুকর হইয়। যিহে। সদ। বিললয় ॥ স্ত্রীগোপাল ভট্ট গোসাঞি হইয়া সদয় । শ্ৰীআচাৰ্য্য প্রভুকে কৃপা কৈল অতিশয় ॥ শ্ৰীঅtচাৰ্য্য প্রভুর পাদপদ্মের আশ্রয়। শ্ৰীগোবিন্দগতি ইহা নিজ শ্লোকে কয় ॥ মহাদাতা হন তিহে মহান্ত গুণবান, তার শিষ্যে উপশিষ্যে ভাসিল ভুবন ॥ সে সকল কথা আগে কহিব বিস্তারি। এবে কহি প্রভুর শাখা সংক্ষেপ অচেরি ॥ তবে প্রভুর নিজ কন্যা নাম হেমলতা । তাহারে করিলা দয়া করি প্রসন্নত ॥ তার শিষ্য উপশিষ্য অনেক হইল। তিহে প্রেমীস্থতে সব মহী ভাসাইল ॥ আীর কন্যা কুঞ্চপ্রিয় নাম ঠাকুরাণী। স্তরে নিজ পদাশয় দিল দয়ামণি ॥ আর কন্য। কাঞ্চনলতিক যার নাম । তারে নিজ পদাংশ্রয় দিল দয়াবানু ॥ তবে প্রভু কাঞ্চনগড়িয়া প্রতি দয়া, শ্ৰীদাস ঠাকুরে দয়া করিল জালিয় ॥ তিহে মহাভাগবত পরম পণ্ডিত। প্রভুর নিকটে যার সদা ছিল স্থিত ৷ জয়কৃষ্ণ জগদীশ স্যাম বল্লভাচার্য্য। র্তাহার তনয় তিন গুণে মহা অাৰ্য্য ॥ খ্ৰীষ্টশ্বরের কৃপাপাত্র তিন মহাশয় । মহাভাগবত হয় প্রেমের অtলয় ॥ তথtয় তাহার জ্যেষ্ঠ স্ত্রী গোকুলদাস । ঠাকুর করিলা কৃপা পরম উল্লাস ॥ মস্তকে বহিয়া জল কৃষ্ণসেবা করে । তার প্রেম চেষ্টা কেহো বুঝিতে না পারে। তার পুত্ৰ শ্ৰীকৃষ্ণবল্লভ ঠাকুরেরে। স্বন্দর দেখিয়া কৃপা করিল। তাঁহারে ॥ বালক কালেতে কৃপা তাহারে হইল। তিহো মহাভাগবত শিষ্য বহু কৈল ॥ তথায় ঐনরসিংহ কবিরাজ প্রতি । দয়। কৈল মন্ত্র দিল J २ !