পাতা:কর্ণানন্দ.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3 কর্ণানন্দ মৰ্ম্ম ৷ শ্ৰীমোহন দাস নাম জন্ম বৈদ্যকুলে। নৈষ্ঠিক ভঞ্জন যার অতি নিরমলে ॥ তিহো মহা মহাশয় মধুর অtশয় । প্রভুর পরম প্রিয় সদয় হৃদয় ॥ শ্রীরাধাবল্লভ দাস প্রভুর সেবক । মহাভাগবত তিহে ভজন অনেক। প্রভুর পরম প্রিয় শ্ৰীমথুরা দাস । হরি নাম জপে সদা পরম উল্লাস ॥ রাধাকৃষ্ণদাস নাম প্রভুর প্রিয় ভূত্য । অবিশ্রাম ঝরে প্রেমে কীৰ্ত্তনেতে নৃত্য ॥ স্ত্রীরমণ দাস হয় প্রভুর কৃপাপাত্র। মুখে সদা রহে যfর হরিনামামৃত ॥ অীর ভূত্য হয় প্রভুর রামদাস নাম । সদা প্রেমোন্মাদে নাচে লয় হরি নাম ॥ শ্রীকবি বল্লভ হয় প্রভুর নিজ দাস । প্রেমে রাধাকৃষ্ণ নাম গান মহোল্লাস ॥ অনেক পুস্তক প্রভুকে দিয়াছে লিখিয়া । যেন মুক্তাপাতি লেখ। মহা আঁখিরিয়া ॥ বনমালী দাসের পিতা শ্ৰীগোপাল দাস । প্রভুর সেবক হয় অতি শুদ্ধভাষ ॥ তার পর শু্যাম দাস চট্টে কৃপ। কৈল । তিহে মহাভাগবত প্রভু কৃপা পাইলা ॥ তথtয় শ্ৰীঅঙ্কিারাম প্রভুর প্রিয়দাস । সদা হরিনাম জপে ংসারে উদাস ॥ শ্ৰীনকড়ি দাস প্রতি অতি কৃপ। কৈলা । প্রভুর চরণ তিহে সৰ্বস্ব করিলা ॥ শ্ৰীগোপীরমণ দাস বৈদ্য মহাশয় । তাহারে প্রভুর কৃপা হৈল অতিশয় ॥ হরিনামে প্রীতি তার লয় হরি নাম । রাধাকৃষ্ণ লীলা গান মহtপ্রেমধাম ॥ গেtয়াসে তাহার বাড়ি বড়ই রসিক। সদা কৃষ্ণরসকথা যাতে প্রেমাধিক। শ্রীদুর্গাদাস নাম প্রভুর নিজদাস । সদা হরিনাম জপে অন্তরে উল্লাস ॥ তবে প্রভু কৃপা কৈলা শুমদাস কবিরাজে। যtহার ভজন ব্যক্ত জগতের মাঝে ॥ তবে প্রভু কৃপা কৈলা রঘুনাথ দাসে। প্রভু কৃপা