পাতা:কর্ণানন্দ.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । ' Ꮌ☾ পাইয়। যিহে অন্তরে উল্লাসে। কুমুদানন্দ ঠাকুরে প্রভু দয়া কৈলা। প্রভু কৃপা পাইয়া যিহে কৃতাৰ্থ হইল । শ্রীরাম দাস ঠাকুর প্রভুর প্রিয় ভৃত্য। রাধাকৃষ্ণ ধ্যান বিনা নাহি যার কৃত্য ॥ রাধাবল্লভ দাস ঠাকুর সবল উদার । প্রভুর চরণ ধ্যান অন্তরে যাহার ॥ গোকুলানন্দ দাস চক্রবর্তী মহাশয় । প্রভু কৃপা কৈলা তারে সদয় হৃদয় ॥ আরেক সেবক শ্ৰী গোকুলানন্দ দাস । সদা হরিনাম জপে নামেতে বিশ্বাস ॥ তবে শ্ৰীগোপালদাস ঠাকুরে দয়া কৈলা। প্রভুকৃপা পাইয়া যিহেঁ৷ ধন্য অতি হৈল ॥ তবে প্রভু কৃপ। কৈলা শ্বাম দাস প্রতি। চট্টবংশে ধন্য তিহো পরম ভকতি ॥ তবে পুরুষোত্তম দর্শনে প্রভু যাত্র কৈলা । বনপথে পথে প্ৰভু আনন্দে চলিলা ॥ এক দিন এক গ্রামে রাত্রিতে রহিলা । দস্ত গণ রত্ন বলি গণি হাতে পাইলা ৷ চোরগণ পুস্তক হরিয়া নিজপথে। তবে রাজপাশ গেল পুস্তক নিমিত্তে ॥ হেন কালে বিপ্র এক ব্যাস চক্রবর্তী। পুরাণ শুনায় রাজাকে করি মহা আৰ্ত্তি ॥ পুরাণ-শ্রবণ হেতু রাজা আচাৰ্য্য নাম দিলা । এই হইতে আচাৰ্য্য নাম সংসারে হইলা ॥ হেনই সময়ে বিপ্র ভ্রমরগীত পড়ে। ব্যাখ্যা শুনি প্রভু হুঁসে থাকি কিছু দূরে ৷ তবে প্রভু সভামধ্যে যাইয়া বসিলা । বলিয়। ত সেই ব্যাখ্যা সকলি খণ্ডিলী ॥ তবে রাজ। চিত্তে বড় হরিষ হইল । ব্যাখ্যা শুনিবারে তবে চিত্ত মগ্ন হইল ॥ রাজা নিবেদন করে বিনয় করিয়া। আপনে করহ ব্যাখ্যা করুণা করিয়া ॥ প্রভু ব্যাখ্যা কৈল শ্লোক গোস্বামির মতে । শুনিয়া হইল রাজা যেন উনমতে ॥ প্রণাম করিয়া পায় পড়িল৷