প্রথম নির্যাস । ' ১৭ শয় । তবে কৃপা করিলেন প্রভু দয়াময় ॥ তাহরে অনুজ প্রসাদ দাসে কৃপা কৈলা। প্রভু কৃপা পাইয়া দোহে মহাভক্ত হৈল ॥ পূর্বে ইহাদের ছিল মজুমদার পদবী। প্রভুদন্ত এবে হইল বিশ্বাস খেয়াতি ॥ তথাতে করিলা দয়া বল্লবী কবিপতি । পদাশয় পাই যি হুে হইলা সুকৃতী ॥ হরিনাম জপে সদা করিয়া নিয়ম ৷ লক্ষ হরিনাম বিনা না করে ভোজন ॥ প্রভুর নিকটে রহে প্রভু প্রাণ তার। প্রভুরে সপিল যিহে গৃহপরিকর । তার জ্যেষ্ঠ সহোদর দুই মহাশয় । জ্যেষ্ঠ রামদাস প্রতি হইল সদয় । মধ্যম গোপালদাস প্রতি কৃপা কৈলা । তিন সহোদরে প্রভুর বড় দয়া হৈল ॥ দেউলি গ্রামেতে স্থিতি শ্ৰীবল্লভ ঠাকুরে । তাহরে করিলা দয়া করিয়া প্রচুরে ॥ যার গৃহে আসি প্রভু প্রথমে রহিল । তাহতে প্রভুর প্রীতি অধিক জন্মিলা ॥ যবে মুখে শুনিলেন গ্রন্থ-প্রাপ্তি বাণী । হৃত গ্রন্থ পাই প্রভুর জুড়াইল পরাণি ॥ যার সঙ্গে রাজ-পাশ করিলা গমন। যাহার আদেশে পাইল গ্রন্থ মহাধন ॥ এই হেতু প্ৰভু তারে কৃপা ত করিয়া । কহিতে লাগিল তার মাথে পদ দিয়t ॥ তোমারে করুন দয়া শ্রীরাধারমণ। শ্ৰীগোবিন্দ জীউ আর মদনমোহন ॥ শ্ৰীগোপীনাথ আর রূপ সনাতন । শ্ৰীগোপালভট্ট আর শ্রী জীবচরণ ॥ রঘুনাথ ভট আর রঘুনাথ দাস। তোমারে করুন দয়া পরম উল্লাস ॥ শ্ৰীকৃষ্ণদাস আর গোসাঞি লোকনাথ । তোমা প্রতি করুন সবে কৃপাদৃষ্টি পাত ॥ তোমার বাঞ্ছা পূর্ণ করুন এই সব জন। অনায়াসে পাবে তুমি প্রেম মহাধন ॥ তাহারে সদয় হইয়া প্রভু স্থির [ 9 |
পাতা:কর্ণানন্দ.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।