পাতা:কর্ণানন্দ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । సి স্ফুরণ ॥ ক্ষণে হাহাকার করে ক্ষণে মনে ভাবে । স্বপ্ন ভঙ্গ হৈল কঁহো গেল হেন ভাবে ॥ জাগরণে মহারাজ সেই রূপ দেখে । নিজ প্রভু রূপশোভা আনন্দ বিলোকে ৷ দেখিতেছে প্রভু কহেল এই লেব কর । দেখিবে অপূৰ্ব্বরূপ হইয়। স্থস্থির ॥ আনন্দিত মহারাজ সুখাবিষ্ট হইয়। হেন কালে পট্টদেবী চরণে পড়িয়া ॥ কি আশ্চর্ষ্য পদ রাজা করিল বর্ণন । কৃতাৰ্থ করহ মোরে করাহ শ্রবণ ॥ রাজা কহে পদ আমি না করি বর্ণন । রাণী কহে রাজা তুমি না কর বঞ্চন ॥ বঞ্চনা ন কর রাজা তুষ্ট কর মন । অন্যথা শরীরে মোর না রৰে জীবন ॥ তবে রাজা জানিলেন প্রভু-কৃপা বিনে। এমত অস্তুত ভাব জন্মিব কেমনে ॥ তবে রাজা তুষ্ট হইয়া কহিল বচন । আনন্দে করহ তুমি এ পদ শ্রবণ ॥ তথাহি পদং ॥ প্রভু মোর শ্ৰীনিবাস, পূরাইল মোর অtশ, ভূয়। বিন। গতি নাহি জার। আছিনু বিয়ষ-কীট, বড়ই লাগিত মিট,ঘুচtইলে রাজ-অহঙ্কার ॥ ১ ॥ করি তুগরল পান, সে ভেল ডাহিন বাম, দেখাইলে অমিয়ার ধীর। পিয় পিয় করে মন, সব লাগে উচাটন, এমতি তোমার ব্যবহার ॥ ২ ॥ রাধাপদ স্থখরাশি, সে পদে করিলে দাসী, গোরাপদে বান্ধি দিলে চিত । স্ত্রীরাধারমণ সহ, দেখাইলা কুঞ্জগেহ, জানাইলে ছুহ প্রেমপ্রীত ॥ ৩ ॥ যমুনীর কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাধ কানু বিলসই সুখে ॥ এ বীরহাম্বীর হিয়া, ব্রজপুর সদ। ধিয়া, র্যাহ। আলি উড়ে লাখে লাখে ॥ ৪ ॥ : শুন গে। মরম সখি! কালিয়া কমল আঁখি, কিবা কৈল