পাতা:কর্ণানন্দ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ কর্ণানন্দ । কিছুই ন জানি। কেমন কেমন করে মন, সব লীগে উচাটন, প্রেম করি থেtয়ানু পরাণি ॥ ১ ॥ শুনিয়া দেখিলু কালা, দেখিতে পাইকু জালা, নিভইতে নাহি পাই পানি । অগুরু চন্দন আনি, দেহেতে লেপিলু ছানি, না নিভtয় হিয়ার অtগুনি ॥ ২ ॥ বসিয়া থাকিয়ে যবে, অtসিয়া উঠায় তবে, লইয়া যtয় যমুনীর তীরে । কি করিতে কি না করি, সদাই বুরিয়া মরি, তিলেক নাহিক রহি স্থিরে ॥ ৩ ॥ শাশুড়ী ননদী মোর, সদাই বাসয়ে চোর, গৃহপতি ফিরিয়া ন চায় । এ বীরহাম্বীর চিত, শ্ৰীনিবাস অনুগত, মজি গেলা কালাচান্দের পায় ॥ ৪ ॥ শুনিতে শুনিতে রাণীর আনন্দ বাঢ়িল। ভবাবেশে অবশ তনু প্রেম বাঢ়ি গেল ॥ সদ; গর গর চিত ধরণে না যায় । কি শুনিল বলি রাণী করে হায় হtয় ৷ তবে রাণী ধীর মন হইল যখন । রাজারে কহয়ে রাণী বহু নিবেদন ॥ মহারাজ ! তুমি মেরে কর অঙ্গীকারে । শ্ৰীনিবাস পদাশয় করাহ অীমারে ॥ রাজা ত জানিল মনে প্রভু কৃপা বিলে । এমত অপূর্ব ভাব জন্মিব কেমনে ॥ রাণী ভাগ্যবতী রাজা ভাবে মনে মনে । স্থ প্রসন্ন বিধি বুঝি হইল। এত দিনে ॥ ভাগ্যের অবধি নাহি কহে বীর বীর। চিত্তেতে জানিল রাজা প্রভুর ব্যবহার ॥ তবে রাজ তুষ্ট হইয়া প্রভু আনাইয়া । ভুমে পড়ি গড়ি যায় আনন্দ হইয়। ॥ নিবেদিল প্রভু পদে যতেক বৃত্তান্ত । শুনিয়া প্রভু ত মনে বুঝিল নিতান্ত ॥ তবে পট্টমহাদেবীর নিকটে তালিয়া । কহিতে লাগিল। রাণী চরণে পড়িয়া' মোরে প্রভু অঙ্গীকার কর এই বার । ক্ষেম অপ