প্রথম নির্যাস । ' ২3 হরিনাম যিহে করেন গ্রহণ ৷ রাধাকৃষ্ণ লীলা তার সদাই স্মরণ ॥ রূপ সনাতন বলি সঘন ফুৎকার । ভট্ট গোসাঞি বলিতেই বহে অশ্রুধার ॥ গৌরাঙ্গ বলিতে যি হো ভাববিষ্ট মন । নিজ প্রভুর পাদপদ্ম ভাবে তত ক্ষণ ॥ শ্ৰীমন্ত ঠাকুর এক বিপ্রকুলে জন্ম । তারে কৃপা কৈল প্ৰভু স্থখtবিষ্ট মন ॥ গোপীজন বল্লভ প্রতি প্ৰভু দয়া কৈল । মহা ভাগবত তিহে জগৎ ব্যাপিল ॥ যtহার ভজন কথা কহনে না যায়। মহামগ্ন রহে যি হে মানস সেবায় । তবে প্ৰভু কৃপাকৈল শ্রীচৈতন্যদলে । শ্ৰীকৃষ্ণচৈতন্য বলিতেই প্রেমে ভাসে ॥ তবে প্রভু কৃপ। কৈল শ্ৰীগোবিন্দ নামে। ঐ গৌরাঙ্গ বলিতেই হয় প্রেমোদামে ॥ তস্তবায়-কুলোস্তব তুলসীরাম দাসে । সদা প্রভুপদ চিন্তে পরম লালসে ॥ উৎকল দেশেতে জন্ম বলরাম দাস। বিপ্রকুলোস্তব ভিঁহে। ংসারে উদাস ॥ তবে প্রভু কৃপ। কৈল চৌধুরী দয়ারামে। ব্রাহ্মণকুলে জন্ম দু হে রহে এক গ্রামে ॥ দুই জনে মহাপ্রীত কহনে না যায় । সৰ্ব্বস্ব সঁপিল। যিহে প্রভুর নিজ পায় ॥ তার ভক্তিরাজ এক শ্রীহরিবল্লভ । সরকার খ্যাতি তিহে জগত দুল্লভ ॥ প্রভুত করিলা কৃপা হইয়া সদয় । যাহার ভজন রীতি কহন না যায় ॥ আর শিষ্য প্রভুর • কৃষ্ণবল্লভ চক্রবর্তী । প্রভুরূপ পাইয়া যিহে হৈল। মহামতি ॥ গৌড়দেশবাসী শ্ৰীকৃষ্ণ পুরোহিতে। তাহারে করিলা দয়া হৈয়া কৃপাম্বিতে। সেই দেশবাসী শুiমভটে কৃপা কৈলা। দুই জনার শিষ্য প্রশিষ্যে জগৎ ব্যাপিলা একত্র নিবাসী শ্ৰীজয়রাম চক্রবর্তী । প্রেমী জয়রাম বলি যার হৈল
পাতা:কর্ণানন্দ.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।