পাতা:কর্ণানন্দ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস। " ՀG։ বঙ্গ দেশ যত গৌড়দেশ আর । ব্রজভূমি মগধ উৎকল দেশ অীর ॥ বড়গঙ্গা-পার অfর বৃদ্ধকঙ্কাল । গঙ্গমধ্যে দেশ হয় যত কিছু অার ॥ যার শিষ্য উপশিয্য তার উপশিষ্যে । সকল আশ্রিত হৈল কহিল। উদ্দেশে ॥ কে পারে কহিতে তার শিষ্যগণ যত। দিক্‌ দেখাইতে কিছু কহিলাম মাত্র ॥ শিষ্য উপশিষ্য যত কে পারে গণিতে । সহস্ৰবদন যদি পারে কোন রীতে ॥ সংক্ষেপে কহিল কিছু প্রভুর শাখাগণ ॥ কৃষ্ণপ্রেম মিলে যার করিলে স্মরণ ॥ কৃষ্ণ কিবা কৃষ্ণভক্ত সমান চরিত। তাপন পবিত্র হেতু গtঙ তার গীত ৷ ইহ। যেই পড়ে শুনে সেই ভাগ্যবান । অনায়ালে কৃষ্ণপ্রেম হয় বিদ্যমান ॥ কর্ণানন্দ কথা এই সুধার নির্যাস। শ্রবণ পরশে ভক্তের জন্মে প্রেমোল্লাস ॥ ঐআচাৰ্য্য প্রভুর-কন্য। শ্ৰীল হেমলতা । প্রেম-কল্পবল্লী কিবা নিরমিল ধাত ॥ সে দুই চরণপদ্ম হৃদয়ে বিলাস। কর্ণানন্দ রস কহে যদুনন্দন দাস ॥ * ॥ ইতি শ্ৰী কর্ণানন্দে শ্ৰী আচাৰ্য্যপ্রভুর শাখা বর্ণন নামক প্রমথ নির্যাস সম্পূর্ণ ॥ * ॥ ১ ॥ ধ্রু ॥ [ 8 J