দ্বিতীয় নির্যাস । 을 অtনন্দ হিয়tয় ৷ দুই বধূর নাম শুন করি একমন। যে নাম শ্রবণে হয় বাঞ্ছিত পূরণ ॥ জ্যেষ্ঠ বধু সত্যভামা নাম ঠাকুরাণী। অার বধু চন্দ্রমুখী নাম গুণমণি ॥ একত্র দুইজনের সদা ভজন প্রসঙ্গ । প্রেযেতে পূরিত দেহ প্রফুল্লিত অঙ্গ ॥ নিজেশ্বরীমুখে যেবা করিল শ্রবণ। সুখ।বিষ্ট হইয়া করে স্তবের পঠন৷ খ্রীরূপ গোসাঞি অীর শ্ৰীদাস গোসাঞি। বলিয়াছেন দুই প্রভু আননন্দিত হই। মহাপ্রভুর অষ্টক আর চৈতন্যকল্পবৃক্ষ । আনন্দে পড়েন স্তব পাইয়া বড় সুখ ॥ কাপণ্যপঞ্জিকা অfর হরিকুহুমাঞ্জলি। বিলাপকুসুমাঞ্জলি পড়ে হইয়। কুতূহলী ॥ প্রেমান্তোজমরন্দাখ্য চাটুপুষ্পাঞ্জলি । মনঃশিক্ষা আদি করি পড়েন সকলি ॥ ক্ষণে ক্ষণে পড়ে দু হে স্ত্রীরাধাগোবিন্দ । পরানন্দে দুহে সদা ভজন স্বচ্ছন্দ। দুইকরে শিষ্যোপশিষ্যে জগৎ ব্যাপিল । তা সবার নাম কিছু লিখিতে নারিল ॥ রাধাবল্লভ চক্রবর্তী অীর বৃন্দাবন। চক্রবর্তী মহাশয় ভকত প্রধান ॥ বৃন্দাবনী ঠাকুরাণী সেবক তাহার। রাধাবিনোদ চক্রবর্তী কিশোরী চক্রবর্তী আর ॥ মাতার সেবক দুহে ইশ্বরীর অনুসেবক । ইহা সবার মত শিষ্য সকলি অনেক ॥ এবে কহি ঠাকুরবি শ্ৰীল হেমলতা । শ্ৰীমতীর শিষ্যগণে আছে যার খ্যাত ॥ শ্ৰীমুবলচন্দ্র ঠাকুর সদানন্দমূয়। র্তার ভ্রাতুষ্পুত্র তার শিষ্য মহাশয় ॥ শ্ৰীগোকুল চক্রবর্তী সেবক তাহার। মহাদাতা প্রেমময় গম্ভীর আচার ॥ অlর শিষ্য তার রাধাবল্লভ ঠাকুর । মণ্ডলগ্রামবাসী তিহে হয় ভক্তশূর ॥ শ্ৰীবল্লভ দাস আর সেবক তাহার। গোমাঞি নিবাসী তিহে অনুরাগসার ৷ দীন যদুনন্দন বৈদ্যদাস নাম
পাতা:কর্ণানন্দ.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।