পাতা:কর্ণানন্দ.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ' S)? কহে পরানন্দে। শুনিতেই ঈশ্বরীর বাঢ়িল আনন্দে ॥ এই মতে কতক্ষণ কৃষ্ণ কথা-রসে। নিমগ্ন হইল। প্রভু মহাপ্রেমেীল্লাসে ॥ ভাবে গর গর মন স্থির নাহি হয়। অশ্রু কম্প পুলকেতে শরীর ব্যাপয় ॥ ক্ষণে হুহুঙ্কার ছাড়ে ভুমে গড়ি যায় । ক্ষণেক ফুৎকার করি ডাকে উভরায় ৷ শ্ৰীগৌরাঙ্গচন্দ্র বলি ক্ষণে মুচ্ছা যায়। অবেশে অবশ হইয়া করে হায় হায় ॥ ঐীরূপসনাতন বলি ক্ষণে ডাকে মুখে । শ্ৰীভট্ট গোসাঞি বলি ভাসে প্রেম সুখে ৷ এই মত প্রভুর যবে কতক্ষণ গেল । অন্য কথালীপে প্রভুর মনস্থির হইল ॥ তার পর কতক্ষণে স্নান করিয়া । শুভ্র বস্ত্র পরি তবে তাসনে বসিয় ॥ তিলক অপিয়t ভালে গাত্রে নামাক্ষর ৷ স্তবপাঠ করে প্রভু করিয়া সুস্বর ॥ কিবা সে কণ্ঠের ধ্বনি কোকিল;জিনিয়। স্তব পাঠ করে প্রভু হৃষ্টচিত্ত হইয় ৷ আনন্দিত চিত্ত প্রভু বলিয় আসনে । ঐবংশীবদন ঃ সেবা করেন যতনে। চন্দন তুলসী দিয়া সেবা যে করিল । সেবা সমপিয় প্রভু ধ্যানেতে বসিল ॥ নিজtভীষ্ট সিদ্ধি দেহে মন স্থির করি । দেখে রাধাকৃষ্ণ লীলা আশ্চৰ্য্য মাধুরী ॥ রাধাকৃষ্ণ জলকেলি করে দরশন। দেখিয়া ত সেই লীলা স্নখাবিষ্ট মন ॥ যমুনাতে জলকেলি রচিয়া সুঠাম । অন্য অন্যে জলযুদ্ধে করিলা পয়ান ॥ বেঢ়িয়া ত কৃষ্ণচন্দ্রে যত গোপীগণ , মেঘেতে বেঢ়িল যেন তড়িতের গণ ॥ অঙ্গের অলঙ্কার যত দাসীগণে দিল । জিনিব কৃষ্ণেরে বলি জলে প্রবেশল। সেবাপর সখীগণ তীরেতে রহিয়া । অঙ্গশোভা দেখে দু হার নয়ন ভরিয়া ॥ শ্রীরূপমঞ্জরী অfর ৯ বংশীবদন বিগ্রহ বধইপাড়াতে রাধামাধব জীউর মন্দিরে বর্তমান।