পাতা:কর্ণানন্দ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిషి কর্ণানন্দ লবঙ্গমঞ্জরী । শ্ৰীগুণমঞ্জরী অীর শ্রীরতিমঞ্জরী। ঐরসমঞ্জরী আর বিলাস মঞ্জরী ॥ শ্ৰীমঞ্জুলালী মঞ্জর্য্যাদি যতেক মঞ্জরী ॥ ইছা সবার পাছে রহি করে দরশন। সুস্থির হইয়া করে লীলা নিরীক্ষণ ॥ কটি আঁটি সবে মেলি বসন পড়িল। তাতিদৃঢ় করি সবে কেশ যে বান্ধিল ॥ প্রথমেই যুদ্ধের যবে হইল আরম্ভ । কহিতে লাগিল। তবে করি মহাদম্ভ ॥ তবে ত সে জলযুদ্ধ আরম্ভ হইতে । স্ত্রীকৃষ্ণের মুখে জল দেন অলখিতে ॥ কিবা সে অঙ্গের গতি কটির চালনি । কিবা সে হস্তের গতি কিবা ক্র-ধুনায়নি * ॥ কিব৷ গতিভঙ্গি কিবা পদের সঞ্চার। নিমগ্ন হইয়। জল বরিখে অপার। কিবা তদভূত গতি কুচের চালনী । কি মাধুর্য্য তাহে অতি গ্রীবা-ধুনীয়ণি ॥ মধ্যে মধ্যে ভ্রভঙ্গি ও বাক্যের তরঙ্গ । সুধাব্ধি জিনিয়া কিবা কণ্ঠের তরঙ্গ। রাধ। সুবদনী তবে সখীগণ লইয়। জল বরিষয়ে কৃষ্ণের নয়ন তাকিয় ॥ তার মধ্যে কত শত চাতুরী অপার। বৈদগ্ধী অবধি কিবা জলের সঞ্চার ॥ জল বরিষয়ে সবে আনন্দিত মনে । শ্রাবণের মেঘ যেন করে বরিযণে ॥ মুখে হাস্য কিবা তাহে লাবণ্যের সিন্ধু । সুধীর সমুদ্রে মগ্ন হৈল কৃষ্ণ ইন্দু ॥ কন্তু জানুজলে যুদ্ধ কভু কটিজলে । কছু বক্ষজলে কতু কণ্ঠদর ৭ জলে ॥ কভু যুদ্ধ মুখামুখি কভু বক্ষবিক্ষি । কভু নেত্রে নেত্রে যুদ্ধ কভু নখানখি ॥ বাকৃযুদ্ধ কভু হয় কভু হাতীহাতি। ক্রীড়ায় অবশ সবে আনন্দেতে মাতি৷ এইমত জলযুদ্ধ

  • ধুনীয়নি—চালনি ।

কণ্ঠদম্ব-কণ্ঠপরিমিত। “দয় মাত্র দ্বয়স্ট মানে” পরিমাণার্থে শব্দের উদ্ভব দয়, মাত্র এবং দ্বাসটু প্রত্যয় হয় । ( মুগ্ধবোধ )।