পাতা:কর্ণানন্দ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8s কর্ণানন্দ । মস্তকে করিয়া ॥ করিতে ভোজন কত ভাবের সঞ্চার । পুলকে পূর্ণিত দেহ নেত্রে জল ধার ॥ এইমতে কবিরাজ সমস্ত খাইয়া ॥ আচমন করি প্রভুর নিকটে বলিয়া । চৰ্ব্বিত তাম্বল তাহ লইলাম গিয়া ॥ প্রভু যাই তবে শয্যায় করিল। গমন। শয়ন কৈল রামচন্দ্র চীপেন চরণ ॥ তবে কতক্ষণ প্রভু শয়ন করিয়া। উঠিলেন প্রভু হরিধ্বনি উচ্চারিয়া ॥ তবে আমরা প্রভুকে নিভৃতে পাইয়া । নিবেদিলাম প্ৰভু পদে বিনতি করিয়া ॥ নিরস্তর কবিরাজের প্রশংসা কর প্রভু। হেন পাত্র হেন কাৰ্য্য নাহি দেখি কভু ॥ গুরুর আসন আর ভোজনের পাত্র। ব্যঞ্জনের বাটী আর যে বা জলপাত্ৰ ॥ কেমতে বসিয়া ইহেঁ। করিলা ভোজন । মনেতে সন্দেহ প্ৰভু কৈল নিবেদন ॥ প্রভু কহে রামচন্দ্র গুণের সাগর। ইহার মনোবৃত্তি নহে তোমার গোচর ॥ পশ্চাতে জানিবা ইহা শুন দিয়া মন ; দেখিবে তোমরা তাহা ভরিয়া নয়ন ॥ প্রভু আজ্ঞা শিরে করি আনন্দিত মন । চৰ্ব্বিত তাম্বুল লইয়া করিলা ভোজন। তার পরদিন প্ৰভু রামচন্দ্র লইয়। আইলেন তবে দুহে আনন্দিত হইয় ॥ অঙ্গনে আসিয়া ফিরে একত্র হইয়া । কবিরাজে লইয়া ফিরে আনন্দিত হইয় ॥ আগে প্রভু পিছে কবিরাজ করেন গমন । হাত ধরাধরি ছহে ফিরেন অঙ্গন ॥ আঙ্গিনাতে এক বড়, * আছয়ে পড়িয়া । কহিতে লাগিলা প্ৰভু ত্ৰাসযুক্ত হইয়া ॥

  • বড় –পলtল (পোয়াল বা বিচ্যtলী, আওড় ) দ্বারা নিৰ্ম্মিত ধান্তদি রাখিবার পাত্র, রাঢ় বরিক্সে প্রসিদ্ধ। কিম্ব বেড়ে, জলের কলশী প্রভূতির স্থাপন পদার্থ। ( ভক্তমাল গ্রন্থে উল্লেখ আছে) ।