পাতা:কর্ণানন্দ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 কর্ণানন্দ প্রভুর বাঢ়ে অতি সুখ। রামচন্দ্র গুণ কহে হইয়া পঞ্চমুখ ॥ এইমত কত প্রভু করেন ব্যাখ্যান। আমরা শুনিয়ে তাহ পাতি দুই কাণ ॥ ভক্তগণে ঠাকুরাণী কহিতে কহিতে। আরেক অপূৰ্ব্ব কথা পড়ি গেল চিতে । তোমরা শুনহ তাহা করি এক মন | গাঢ় শ্রদ্ধা করি শুন করিয়া যতন ॥ হেন অদভুত কথা শ্রবণ মঙ্গল । পরম পবিত্র কথা অতি নিরমল ॥ এক দিন পূর্বে প্রভু করেন ভোজন। দক্ষিণ বীমেতে তবে বসিলা দুই জন ॥ এক ভিতে রামচন্দ্র আর ভিতে নরোত্তম । ভোজন করয়ে তিনে অতি মনোরম ৷ ভোজন-অনিন্দ-কথা কহিতে না পারি । দেখিয়া অমর। তাছা অীপনা পাশরি ॥ কৃষ্ণ-কথা-রসাবেশে মনের অtহলাদ । দুই জনে পরশিয়া দিছেন প্রসাদ ॥ পুনঃ পুনঃ পরশিয়া দিছেন ব্যঞ্জন । আমরা থাকিয় তাহা করি নিরীক্ষণ ॥ সেব্য হইয়া সেবকেরে পরশে কিমতে । মনেতে সন্দেহ মোর বাঢ়ি গেল চিতে ॥ তার পর সকলে ভোজন সমাপিয়া। আচমন করিলেন মহাহৃষ্ট হৈয়া ॥ তবে আসি তিন জনে বসিয়া নিভৃতে । কৃষ্ণের চরিত্র-কথা লাগিল কহিতে ॥ কহিতে কহিতে কথা কৃষ্ণের প্রসঙ্গ। আনন্দে অবশ তিনে প্রফুল্লিত অঙ্গ ॥ প্রেমে গর গর চিত্ত নাহি হয় স্থির। পুলকে পূরিত দেহ নেত্ৰে বহে নীর ॥ আর কত বহে তীতে প্রেমের সঞ্চার । কত শত ভাব তাতে না জানিয়ে পার ॥ এইমত কত ক্ষণ কৃষ্ণ-পরসঙ্গে । অlর কত বহে তাতে সুখের তরঙ্গে ॥ তার পর কত ক্ষণে অবসর পাইয়। জিজ্ঞাসিলু প্রভুকে মোর বিনয় করিয়া ॥ প্রভু কহে কহ কহ শুনিয়ে বচন । তবে প্রভু-পদে মোরা