পাতা:কর্ণানন্দ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ե কর্ণানন্দ মৃতি আছেন দুই জনা আনন্দ পাইয়। সেবাপর সর্থী যত হৃদয়ে চিন্তিত । না পাইয়া আভরণ অন্তরে ভাবিত ॥ কুঞ্জ দ্বারে সবে মেলি নয়ন অপিয়া। বলিয়াছেন সবে তাহা পথ নিরখিয় ॥ হেন কালে পথে তাইসেন দেখিতে পাইল । পাইয়াছেন আভরণ মনে ত জানিল ॥ মন্থর গমনে আইসে প্রসন্ন বদন । কত ভাব তরঙ্গ তাতে চঞ্চল লোচন ॥ নিকটে আইলা দুহে আনন্দ হইয়া । দেহ অtভরণ যtহ। পাইলা খুজিয়া । তুমি সতী কুলবর্তী রাধাচিত্ত জান । তোমা অনুগত ইহেঁ। তোমার সমান ॥ রাধt-মনোবেদ্য তুমি ইহা অামি জানি । মণিমঞ্জরী নাম তীতে সবে অনুমানি ॥ তুমি মণিমঞ্জরী জীন রাধার বেদন । এই মত কত শত করেন ব্যাখ্যান ॥ গুণমঞ্জরী হাতে দিল নাসার বেসরে । দিলেন অtভরণ ভাসি আনন্দ সাগরে ৷ শ্ৰীগুণমঞ্জরী দিল রূপ মঞ্জরী হাতে। পাইয়া ত আভরণ পুরিল মনোরথে ॥ তাtভরণ লইয়া সবে করেন গমন । দেখিলেন দুই জনে করিয়াছে শয়ন ৷ কৃষ্ণ-ভুজ-দেশে রাধা মস্তক অপিয়া । রসের আবেশে দুহে আছেন স্থতিয় ॥ নিরখিয়া মুখশোভা মনের উল্লাস । আভরণ পরাইতে হৃদে অভিলাষ ॥ পরাইল অtভরণ নাসাছিদ্র দেখিয়া । শ্রীরূপমঞ্জরী পরাইল কৌশল করিয়া ॥ বিকাশে বৈদগ্ধী ইহার কহনে না যায় । মনের কৌতুকে বেশর পরইল নাসায় ৷ নিশ্বাসে দুলিছে তাতে অতি মন্দ মন্দ। মুখচন্দ্র-শোভা দেখি মনের আনন্দ ॥ তবে রূপমঞ্জীর চরণ দেখিয়া। পদসেবা করে চিন্তে আনন্দ পাইয়া ॥ শ্ৰীগুণমঞ্জরী তবে এক পদ লইয়। আপনার