তৃতীয় নির্যtল । (లి স্ত্রীরাধাধরামৃত । তাহ পান কৈলা এবে হৈলা কৃত কৃত্য ॥ অন্যের অtছুক দায় শ্ৰীকৃষ্ণের দুল্লভ | রামচন্দ্র হইতে তুমি পাইল। এ সব ॥ শুন শুন প্রিয়৷ মোর কহিয়ে বচন । রামচন্দ্র হয় মোর জীবনের জীবন ॥ রামচন্দ্র নরোত্তম দুহে এক দেহ। নিশ্চয় কহিলা ইহা নাহিক সন্দেহ ॥ আর আমি কি কহিব ইথে নাহি দায় । দুই জনে মোর প্রাণ ভিন্ন মাত্র কায় ॥ নিশ্চয় নিশ্চয় এই কহিয়ে নিশ্চয় । দুই জনে মোর প্রাণ ইথে অন্য নয় ॥ তবে প্রভু সব ভক্তগণেরে লইয়া ॥ এইমতে সব জনে কহেন ডাকিয় ॥ সবেই শুনিল রামচন্দ্রের গুণগণ। কৃতাৰ্থ করিয়। তবে মানে সব জন ॥ নিশ্চয় জানিলাম এবে রামচন্দ্র বিনে । প্রভুর মনের বেদ্য নহে কোন জনে ॥ তবে সব ভক্ত প্রভুরে বিনতি করিয়া । নিবেদন করে সবে চরণে পড়িয় ॥ অহে রামচন্দ্রনাথ দয়া কর মোরে । করুণ করিয়া এবে করহ উদ্ধারে ॥ তুমি বিনা অন্য নাহি আমা সবার গতি । রামচন্দ্র হেন দয়া করহ সংপ্ৰতি ॥ বহু জন্ম ভাগ্যে মিলে তোমার চরণ । করুণা করহ মোরে লইলু শরণ ॥ কৃতাৰ্থ করহ প্ৰভু তুমি দয়ানিধি। পতিতের ত্রাণ হেতু তুমি গুণনিধি ॥ দন্তে তৃণ করি মাগো দেহ পদচ্ছায় । দয়া কর অহে প্ৰভু না করহ 'মীয়া ॥ দুৰ্গতির ত্রাণ হেতু তোমার অবতার। নিশ্চয় জানিল প্রভু এই সারাৎসার ॥ যার কৃপাপাত্র রামচন্দ্র মহা ভাগবত । কি কহিব তার গুণ জগতে বিখ্যাত হেন সে দয়ার পাত্র জগতে নাহি আর । নিবেদিব কত প্ৰভু কর অঙ্গীকার ॥ এতেক ভক্তগণের বিনতি শুনিয়া । বtঢ়ল
পাতা:কর্ণানন্দ.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।