পাতা:কর্ণানন্দ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Kt8 কর্ণানন্দ । করুণ চিত্তে উল্লসিত হইয়া। প্রভু কহে তুমি সব আমার নিজ দাস । তোমা সব দেখি মোর চিত্তের উল্লাস ॥ এতেক প্রভুর মুখে বচন শুনিয়া । আনন্দ হইল। সবে কহে বিবরিয়া ॥ তিন দিন ধ্যানে প্রভু আছিল বাসিয়া । ইহার কারণ প্রভু কহ বিবরিয়া ॥ প্রভু কহে শুন শুন করি একমন। রামচন্দ্র জানে মোর মনের বেদন। ইহার স্থানে পাবে মোর চিত্তের বিশেষ। রামচন্দ্র কহিবেন ইহার উদ্দেশ ॥ এত বলি রামচন্দ্রে ঈঙ্গিত করিয়া । কহিলেন শ্ৰীমতীর মুখ নিরখিয় ॥ তবে দুই ঈশ্বরী প্রভুর ঈঙ্গিত জানিয়া । জানিল কারণ তবে প্রসন্ন হইয়া ॥ তিন জনে ইহা সবtয় কহিবে কারণ এত শুনি সবাকার অনিন্দিত মন ॥ ভক্তগণে তিন জনে কহেন বচন । পশ্চাতে তোমা সবীয় কহিব কারণ ॥ নিজেশ্বরীমুখে সব বচন শুনিয়া । শুনিব যে প্রভুর ভাব শ্রবণ পূরিয়া । এই ত কহিল প্রভুর ভাবের মহিমা । সহস্র মুখে কহি যদি নাহি পাই সীমা ॥ মহাশ্চর্য্য প্রভুর ভাব মহিমার সিন্ধু । আপন পবিত্র হেতু স্পর্শি এক বিন্দু ৷ তবে সবে প্রভু গৃহে হইয়। আনন্দ । পরম আনন্দে সবে রহিলা স্বচ্ছন্দ ॥ তবে শ্ৰীমতী প্রভুর ঈঙ্গিত পাইয় । স্নান করি গেল। দুহে রন্ধন লাগিয় ॥ তার পর প্রভু রামচন্দ্র আদি করি। স্নানার্থে চলিল সবে মহাকুতুহলি । স্নান করি আসি সবে অইলা স্বচ্ছন্দ। প্রভু মিজকৃত্য করে হইয়া আনন্দ ॥ রন্ধন প্রস্তুত হৈল কৃষ্ণে কৈল নিবেদন। তবে বৈষ্ণবগণের করাইলা ভোজন ॥ তার পর প্রভু নিজ ভক্তের সহিতে । বলিলেন সবে মেলি ভোজন