পাতা:কর্ণানন্দ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾ý • কর্ণানন্দ । পরম অtশ্চৰ্য্য লীলা কে কহিবে পীর ॥ যমুনীতে যেন মতে স্ত্রীরাধার বেসর। জলযুদ্ধে পড়িল নছে তাহার গোচর ॥ তাহার প্রাপ্তি লাগিয়া শ্ৰীগুণমঞ্জরী। ভ্রমণিমঞ্জরী প্রতি কটাক্ষ সঞ্চারি ॥ তোমার প্রভুরে তবে লইতে আভরণ । তাহা আনি দেহ তুমি করিয়া যতন। যমুনাতে পদচিহ্ন উপরে অভরণ । তাহাতে ঢাকিল পুষ্প পত্র বিলক্ষণ ॥ পদ্মপত্রে ঢাকা আছে না পায় দেখিতে । না পাইয়া আভরণ মহা ব্যগ্র চিত্তে ॥ শ্রীরামচন্দ্র জানেন প্রভুর অন্তর । খুজি আনি দিল তাতে নাসার বেসর ॥ এই হেতু তিন দিন বসিয়া ধেয়ানে। রামচন্দ্র বিনা ইহা জানিব কোন জনে ॥ এ আদি করিয়া যত যতেক প্রকার । কহিলেন সব কথা করিয়t নিৰ্দ্ধীর ॥ শুনিয়া সবার মনে সন্তোষ তাপার । রামচন্দ্র হেন রত্ব জগতে নাহি তার ॥ রাজী অtদি করি যত প্ৰভু ভক্তগণ । পুলকে পূরিত দেহ সাশ্র যে নয়ন ॥ স্তম্ভ কম্প আদি করি ভাবের তরঙ্গ। পূরিত হইল তাতে বিকলিত অঙ্গ ॥ ভাব সম্বরিয়া তবে প্রভু ভক্তগণ । রামচন্দ্রে কহে সবে ধরিয়া চরণ ॥ যেন প্রভু গুণাশ্চর্য্য তেন তুমি মহিমার সিন্ধু ! তোমার চরিতীর্ণবের না পাই এক বিন্দু ॥ কাতর হইয়। মোরা করি নিবেদন। স্মরণ লইনু পদে কর কৃপা নিরীক্ষণ ॥ মোর প্রভুবন্ধু হও তুমি রামচন্দ্র ৷ মহীরত্ব নিধি পাইনু মোর পরানন্দ ॥ রাজা আদি করি আর শ্ৰীব্যাস অfচার্য্য । দেখিয়া রামচন্দ্র গুণ মানিল তাশচর্য্য ॥ তথ। প্রভু নিজশয্যা হইতে উঠিয়া । শ্ৰীকৃষ্ণচৈতন্য শব্দ কহেন ডাকিয় ॥ তাহ শুনি ভক্তগণ মনের অনন্দে। প্রভুর