পাতা:কর্ণানন্দ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ¢oል নিকটে অইলা হৈয়। পরানন্দে ॥ প্রভু স্থানে তবে সবে সম্মতি লইয়। চলিলেন সবে প্রভুর চরণ বন্দিয় ॥ সুখের অবধি নাই উল্লসিত হৈয়া । শ্ৰীমতীর নিকটে আইল৷ কবিরাঙ্গে লইয়t ॥ আজ্ঞা হয় গৃহে এবে করিয়ে গমন । অনুমতি দিলেন তবে করিয়া যতন ॥ তার পরে রামচন্দ্রের লইয়t সম্মতি । তিন জনে প্ৰণমিল। পরম ভকতি ॥ শ্ৰীমতী দুই রামচন্দ্রে করি নিরীক্ষণ চলিলেন সবে মেলি আপিন ভবন ॥ এই ত কহিল প্রভুর অtশ্চৰ্য্য ভাব কথা । যাহা শুনি প্রেমভক্তি মিলয়ে সৰ্ব্বথা ॥ ঐীরামচন্দ্রের গুণ শ্ৰীমতীর মুখে । ইহা যেই শুনে সেই ভাসে প্রেমসুখে ॥ শ্রদ্ধা করি শুনে যেই করি এক মন । সেই সে হইবে প্রভুর কৃপার ভাজন ॥ গাঢ়প্রদ্ধা করি যেই শুনে কর্ণদ্বারে । তার কর্ণ তৃষ্ণ কঙু ছাড়িতে না পারে ৷ কর্ণানন্দ কথা এই স্থধার নির্যাস । শ্রবণ পরশে ভক্তের জন্মে প্রেমোল্লাস ॥ শ্রীঅtচাৰ্য্য প্রভুর কন্যা শ্ৰীল হেমলতা । প্রেমকল্পবল্লী কিবা নিরমিল ধাত ॥ সে দুই চরণপদ্ম হৃদয়ে বিলাস । কর্ণানন্দ রস কহে যদুনন্দন দাস ॥ ॥ ধ্রু ৷ ইতি শ্রীরামচন্দ্র কবিরাজ মহিমাবর্ণনং নাম তৃতীয় নির্যাস ॥ # ॥ ৩ ॥ # ॥