পাতা:কর্ণানন্দ.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ും. কর্ণানন্দ । তীরে হরষিত চিতে ॥ পুন পুন কহে প্ৰভু অতিব্যগ্রচিত্তে । সাধ্য-সাধন কহ ইহায় গোস্বামির মতে ॥ অীর এক কথা ইহায় করাহ শ্রবণ। যেহেতু তোমার প্রতি গোস্বামিলিখন। রামচন্দ্র প্রভু আজ্ঞা লইয়া সেইক্ষণে। রাজারে কহিল কিছু আনন্দিত মনে ॥ কিবা বা কহিব তোমায় সাধনের কথা । তোমা প্রতি গোস্বামিকৃপা হৈয়াছে সৰ্ব্বথা ॥ মোর প্রভু পদাশয় করে যেই জন। আগে কৃপা করে তারে রূপ সনাতন ॥ ব্রজ হইতে গ্রন্থ গৌড়ে প্রচার লাগিয়া । লইয়। আইলা প্রভু যতন করিয়া ॥ প্রতিজ্ঞ। করিয়া প্রভু আইলা গৌড়দেশে প্রতিজ্ঞার হেতু আগে কহিব বিশেষে ॥ গোস্বামি সকল তোমায় পাইয়। পিরীতি । গ্ৰন্থরূপে তোমার ঘরে করিলা বসতি ॥ এতেক প্রভুর দয়া তোমার উপরে । তোমার ভাগ্যের সীমা কে কহিতে পারে ॥ প্রথমেই তোমার ঘরে গোস্বামি সকল । তাহাতে তোমার চিত্ত হইয়াছে নিৰ্ম্মল ॥ তুমি মহাভাগ্যবান বুঝি নিজ চিত্তে । তোমার মহিমা ভাই কে পারে কহিতে ॥ এবে তোমায় কহি আমি করিয়৷ নিশ্চয় । সাধনাঙ্গ শুনিতেই যদি চিত্ত হয় ॥ বৈষ্ণব-সেবন আর তুলপী-সেবন । অনায়াসে পাবে তবে কৃষ্ণের চরণ ॥ মোর প্রভুর ধৰ্ম্ম দেখ বৈষ্ণবসেবন । শ্ৰীবি গ্রহ সেবা ছাড়ি কৈল নিরূপণ ॥ অত-" এব প্রভুর ধৰ্ম্ম এই মুনিশ্চয় । করই বৈষ্ণবসেব আনন্দহৃদয় ॥ একান্তে করহ তুমি বৈষ্ণবসেবন । চরণস্বত-পান তার প্রসাদ ভক্ষণ ॥ বৈষ্ণবের পদরজ মস্তকে ভূযণ। নিষ্কপ্লট বৈষ্ণবের সঙ্গ অনুক্ষণ ॥ নিরপরাধ হৈয়া বৈষ্ণবসেব