পাতা:কর্ণানন্দ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাস । Hමි) পুঞ্জন ধাত্রী অশ্বখ । বিদূরে বর্জন নামাপরাধ যেব যে সমর্থ। বহুশিষ্য না করিবে অবৈষ্ণব সঙ্গ । বহু গ্রন্থtভ্যাস যাতে নহে ভক্তি অঙ্গ ॥ হানি লাভ সম শোকাদির না হইবে বশ । অন্য শাস্ত্র অন্যদেব নিন্দ না বিশেষ ॥ গ্রাম্যবার্তা ন! শুন আর বৈষ্ণবনিন্দন। প্রাণিমাত্রে মনোবাক্যে উদ্বেগ বর্জন ॥ স্মরণ পুজন বন্দন আর সঙ্কীৰ্ত্তন ॥ দাস্য যথ্য পরিচর্য্য আত্মনিবেদন ॥ বিজ্ঞপ্তি তার দণ্ডবৎ প্রণতি অগ্রেগীতি । অভু্যত্থান অমুত্রজ্য তীর্থগৃহে স্থিতি ॥ স্তবপাঠ জপ সঙ্কীর্তন পরিক্রম। মহাপ্রসাদ পান মাল্য ধূপগন্ধ মনোরম ॥ শ্ৰীমূৰ্ত্তির দর্শন আরাত্রিক মহোৎসব । তদীয় সেকম নিজপ্রীত্যর্থে দান ধ্যান সব ॥ তদীয় তুলসী বৈষ্ণব মথুর ভাগবত । এই চারি সেবা কৃষ্ণের বড় অভিমত ॥ . কৃষ্ণকৃপার্থে অখিল চেষ্টা যে করিব। কষ্ণজন্মাদি যাত্রা ভক্ত লইয়া মহোৎসব ॥ সৰ্ব্বথা শরণাপত্তি কীৰ্ত্তিকাদি ব্ৰত । চতুঃষষ্টি অঙ্গ এই পরমমহত্ত্ব ॥ সাধুসঙ্গ নমসঙ্কীৰ্ত্তন ভাগবত শ্রবণ । মথুরাবাস শ্ৰীমূৰ্ত্তির শ্রদ্ধায় সেৰন ॥ সকল সাধন হৈতে এই মুখ্য অঙ্গ। কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প অঙ্গ ॥ বৈধিভক্তি সাধনাঙ্গ কৈল বিবরণ। যাহার শ্রবণে চিত্তে জন্মে প্রেমধন ॥ তবে রাজ। সাধন অঙ্গ ভক্তি যে শুনিয়া । রামচন্দ্রে কহে কিছু বিনতি করিয়া ॥ বিবিধাঙ্গ সাধন ভক্তি করিয়া শ্রবণ। রাগানুগা-মার্গ-ভক্তি শুনিতে হয় মন ॥ তবে রামচন্দ্র মনে আনন্দ পাইয়া । রাজারে কহয়ে কিছু হাসিয়া হাসিয়া ॥ শুন শুন ভাই তুমি রাগামুগা ভক্তি । শুনিতেই তোমার চিত্ত হৈল বড় আৰ্ত্তি ॥