পাতা:কর্ণানন্দ.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Įs বিবিধ রসভীবাত্নক চতুঃশাখা ওতিম সহস্র এক শত একটা পদ বিশিষ্ট অষ্টীল জুবিস্তৃত গীতকল্পতরু (পদকল্পষ্ঠীর্মে বিখ্যাত) গ্রন্থে এই যন্ধনগনাসের অনেকানেক বিবিধ রসভাবাত্মক পদাবলী দেখিতে পাওয়া যায়, মুতরাং ঐ সমস্ত পদাবলীকে এক খানি গ্ৰন্থরূপে পরিগণিত করিলে এই মূল কর্ণানন্দ লষ্টয়া সৰ্ব্বশুদ্ধ পাচ খানি গ্রন্থ যদুনন্দনদাসের বিরচিত বলিয়া প্রসিদ্ধ আছে। এতদ্ভিয় তিনি আর কোন গ্রন্থ রচনা করিয়াছেন, কি না, তাহা অামি এপর্যাপ্ত অবগত নছি। এই গ্রন্থ এবং গ্রন্থকার সম্বন্ধে এতদ্ভিন্ন কোন বিশেষ বিবরণ যদি কোন সাধু মহাত্মা অবগত থাকেন; তাহ আমাকে জানাইলে বাধিত হইল। = এই গ্রন্থ মুদ্রাঙ্কনের পূৰ্ব্বে আমি আদর্শস্বরূপ তিন খানি গ্রন্থ প্রাপ্ত হই, স্তন্মধ্যে দুই খানি মালদহ নিবাসী শ্ৰীযুক্তবাবু গোপালচন্দ্র দাস উকীল মহt. শয়ের নিকট প্রাপ্ত, অপর খানি মুর্শিদাবাদ, ইস্লামপুর নিবাসী (ও শ্ৰীনিবাসআচাৰ্য্য প্রভুর উপশাখা-বংশীয়) শ্ৰীযুক্ত বাবু রাধাকৃষ্ণ ঠাকুর বি, এ, মহাশয়ের নিকট লব্ধ। গ্রন্থপাঠেই সমুদয়প্রতিবাদ্য সম্যক্রুপে জানিতে পরিবেন। অধিক লিখিলে প্রবন্ধ দীর্ঘ হইয় পড়ে সুতরাং এইস্থলেই ক্ষান্ত হইলাম। আমি যেরূপ পরিশ্রমে এই গ্রন্থ সংগ্ৰহ করিয়াছি তাঁহাতে সাধুমহীয়াগণ সত্বত্বে পাঠ করিলেই ভাস্কৃশ পরিশ্রম সার্থক রোধ করিব। এই গ্রন্থ ভক্তিপথামুধৰ্ত্তিবৈষ্ণবগণের ত অাদরের সামগ্রী বটেই, পরস্তু ইদানীন্তন পুরাতত্ত্বানুসন্ধিৎস্ত্র মহাশয়গণও ইহাকে অনেক জ্ঞাতব্য বিষয় অবগত হইতে পারিলেন, সুতরাং তাহাঁদেরও অবশু-দ্রষ্টব্য। অলং পল্পবিতেন — = — ईठि--- متساسمة Icarةf খ্রীরামনারায়ণ বিদ্যারত্ব বহরমপুর । ०२२४ । १५ है शांश्विन !