পাতা:কর্ণানন্দ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাস । ● ধীর সাক্ষাতে । প্রার্থনা করিলা এই উ{হfর অগ্ৰেতে ॥ তথাহি স্তবমালায়াং চাটুপুষ্পাঞ্জলোঁ । শ্রীরূপগোস্বামিনো বাক্যং ॥ কদ। বিম্বোঠি তাম্বলং ময়া তব মুখাম্বুজে । অর্প্যমাণং ব্ৰজাধীশসূনুরাচ্ছিদ্য ভোক্ষ্যতে ॥ কেলিবিআংসিনো বক্রকেশবৃন্দস্য সুন্দরি । ংস্কারীয় কদা দেবি জনমেতং নিদেক্ষ্যসি ॥ অস্ত্যার্থ ॥ ভ্ররাধ বিম্বোষ্ঠী কবে তোমার অধরে। তাম্বল রচিয় দিব হুগন্ধি কপূরে । তোমার মুখে দিব তাহ। আনন্দিত হঞা । ব্রজরাজনন্দন তাহ খাইব কড়িঞা । মদীশ্বরী মুখ হৈতে লইয়া বীটিক ৷ পান করি মহানন্দ পাইব অধিকা ॥ তুমি মোরে কৃপাকর প্রসন্ন হুইয়া । দেখিব কবে বা তাহা নয়ন ভরিয়া ॥ হে দেবি তুমি যবে বিলাস বিভ্ৰমে । কেলিক্লান্তিযুক্ত হঞা হইবেক শ্রমে ॥ বিলাসে আনন্দে তাহt করিব সংস্কার । কবে সে রচিয় দিব কুন্তলের ভার ॥ এইসব গুহ কথা রাজারে কহিল । শুনিতেই রাজার অতি সন্তোষ হইল ॥ পুন রামচন্দ্র কহে শুনহ রাজন। গুহাতি গুহ এই কথা মনোরম ৷ নিত্যসিদ্ধ হইয়া যার এইসব কায । "ইহা বুঝ দেখি তুমি নিজ হিয়া মাঝ ॥ .ঞ্জীরাধার যারা সব নিত্য পরিকর । ত। সবার হেন ভাব বড়ই দুষ্কর ॥ মঞ্জরী রূপে যি ছে! সদা করেন সেবন । সাধকাবস্থায় সদা তাহাই স্ফুরণ । অতএব সিদ্ধ হঞা সাধন করণে। প্রকারে জানাইল। তাহ নিজ ভক্তজনে ॥ ইথে অনুগত যি হে। তার হেন [ x * }