কপুর-মঞ্জরী। —র্তাহাদের সন্মিলন পরিশুদ্ধ নিরমল হউক গো তোমাদের * * মুখকর অতি ॥ ঈর্ষা-কোপ-প্রশমিত প্রণত হইয়া যিনি চন্দ্র-কলা-গুক্তিপূর্ণ স্বৰ্গ-গঙ্গাজলে জোৎস্না-মুক্তা-ফলরূপ অৰ্ধ দেন ত্বরা করি দুই হস্তে গিরিস্বতচরণ-কমলে —সে হরের জয় জয় বল' গো সকলে৷ নাদীর পর সূত্রধারের প্রবেশ। স্বত্রধার।--(পরিক্রমণ পূৰ্ব্বক নেপথ্যাভিমুখে অবলোকন i আমাদের কুশীলবদের পরিজনবর্গ নাটোযোগে প্রবৃত্ত কি ? কেননা কেহ বা দেখছি বস্ত্র বেছে নিচ্চে, কেহ ༢། ༈ দিয়ে মালা গাখচে, কেহ বা পাগড়ির কাপড় বিছিয়ে রাখ{ কেহ বা কাঠ-ফলকে স্থং ফলাচ্চে, কেহ বা বাঁশিতে ফু দিয়ে } বার কচ্চে ; কেহ বা বীণার পর্দা ঠিক করচে, কেহ বা মৃদঙ্গ বাদের জন্ত সজ্জিত কচে, এই মাজাঘমা চকচকে কাংস্ত-কর। হতে বন্ধন শব্দ বেরচ্চে ; আর এই ধ্রুব-গীতের আলাপ_E* ব্যাপারটা কি, পরিজনদের ডেকে একবার জিজ্ঞাসা করাই বাৰু না (নেপথ্যের দিকে চাহিয়া ডাক দিয়া আহ্বান ) পারিপাশ্বিকের প্রবেশ । পারিপার্থিক।--কি আদেশ কচেন গুরুদেব ? স্বত্বধার –(চিন্তু করিয়া) তোমরা নাট্যব্যাপারের উদ্যোগ ক माँ कि ? 蠟
পাতা:কর্পূর মঞ্জরী.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।