পাতা:কর্পূর মঞ্জরী.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢थंभ शशमेिकांसुव्र । * বৃত্ত-মূলে গুধিবর্ণ, , অগ্রভাগে লগ্ন অলি --এহেন কিংগুক শোভমান ; মনে হয়, দুই দিকে বসি যেন মধুপের ' মধু তার করিতেছে পান। - প্রিয়ে বিভ্রমলেখা ! আমিই তোমার একমাত্র আনন্দবৰ্দ্ধক, আর তুমিই - আমার একমাত্র আনন্দবৰ্দ্ধিনী—এই তো আমি জানি । কিন্তু কাঞ্চন-চও ও রত্ন-চও এই দুই জন বৈতালিকও দেখ আজ আমাদের আননা বৰ্দ্ধন করচে। যে বসন্ত, তরুণীগণের বিভ্রমগৰ্ব্ব-প্রবর্তক, মলয়-মারুত-আন্দোলিত লতা-নর্তকদের নৰ্ত্তক, যে বসন্ত, কলকট্টী কোকিলদের পঞ্চমস্বর সুন্দর প্রকটিত করচে, কলাপের কোদওস্বরূপ নবাঞ্ছরিত চুহমঞ্জরীর দ্বার মানিনীর প্রচও মান দূরীক্লত করছে, বম্বন্ধর পুস্ত্রীর সেই প্রিয়বদ্ধ নব বসন্তু আজ দেখ চারিদিকে প্রসারিত দেবি! এখন এই বসন্তোৎসব তুমি মনের সাধে দেখে নেও । দেবী।—বৈতালিকের ঠিকই বলেচে ; মলয়বাতাস সতাই দেখা দিয়েচে । দেখ না কেন : লঙ্কার তোরণ-শোভা মালিকা-সমূহে যে গো অল্প অল্প করে বিচলিত, অগস্ত্য-আশ্রম-দেশে চন্দন, কপুৰ্বলতা মৃদুমন্দ করে আন্দোলিত, কঁপায় কম্বোলী-লত আর, চারু তাম্বুলের লতিকারে ঈষৎ মাচায়, তোম্রপণ"-সলিলেরে আগ্রহে চুম্বন করে, —বহে এবে সেই চৈত্র-বায় ৷