পাতা:কর্পূর মঞ্জরী.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপূর-মঞ্জরী। "לל

  • ഹഹ. ' SSAS A SAS SSAS SSAAAASA SSASAS SS SAAAMMASAS SSAS

কপুরমঞ্জরী –দিদি কপূরমঞ্জীর এই প্রথম প্রণাম গ্রহণ করুন। দেবী –ভৈরবানন্দ মহাশয়! আপনার প্রসাদে, কপূর্ব-মঞ্জবীকে দেখে অপূৰ্ব্ব আনন্দ লাভ করলেম । ইনি পনর দিন এইখনেই থাকুন। তার পর, ধ্যানের বোমধানে তুলে আবার কে নিয়ে যাবেন । • e ভৈরবানন্দ –আচ্ছ, দেবী যা বলচেন তাই হবে। বিদূষক –(ব্লাঙ্গাকে উদেশ করা) ওগো আমরা দুজনেই নিঃসম্পৰ্কীয় বাহিরের লোক। নিজ আত্নীয়ের সঙ্গে এর মিলন হল। এর তো সম্পর্কে দুই ভগিনী। আর পুক ভৈরব নদষ্ট এ দুষ্টজনের মধ্যে মিলন ঘটিয়ে দিলেন ই ভূ-সরস্বতী মহিলাটা দেবীর দ্বিতীয় দেহ ধরেও হয়। দেী –ভৈরবীনন্দ, কপূর্বমঞ্জরীর সঙ্গে জ্যেষ্ঠ ভগিনীর মি টরে দিলেন, ওঁকে বিশেষরূপে তুষ্ট করা কর্তৰ । " سمي ৰিচক্ষণ --যে জাৱে দেবি । দেবী -(রাজার প্রতি ) মহারাজ, আমি তবে একে অন্তঃপুরে নিয়ে গিয়ে এর বেশভূষার আয়োজন করিগে। রাজা –চম্পকলতার আলৰাল, কন্তুর কপূরেই পূর্ণ বসু চিঙ্গ , ( নেপথে ) একজন বৈতালিক —মহাবাক্সের সুখ-সদ্ধা হো ! দিবসের পিওঁীকৃত জীবনের প্রায় তপন-মণ্ডল ওই, গেল ষে কোথায় এই মুহূর্তের মাঝে-নাহি জানে কেহ ; কিন্তু গো নলিনী ভাবি’ নাথের বিরুদ্ধ" অতি দীর্ঘ—সেই শোকে হইয়া মূৰ্ছিত, . পঙ্কজ-নয়ন জার করে নির্মীলিত ॥