बिंठौडू शर्शनेकांडङ्ग । 幣 বচক্ষণ --কুরুবক, তিলক, জার অশোক । বিদূষক —তাতে হ’বে কি ? বিচক্ষণ --দেবী এইরূপ বলেচেন : “ফুল ধরে কুরুবক কামিনীর আলিঙ্গনে ; —দরশনে, তিলকের কুম্ম-বিকাশ ; অশোক পুপত হয় কামিনীর পদাঘাতে ; “সাধ” দিয়া তাহীদের পুত্র অভিলাষ।” এখন তিনি তাই করবেন । বিদুষক –আচ্ছ। তবে প্রিয়সখাকে মরতককুঞ্জ থেকে নিয়ে এসে তমালতরুর আড়ালে রেখে দি । তা হলে সেখান থেকে তিনি সমস্তই দেখতে পাবেন । ( রাজার প্রতি ) ওগো ; ওগো । ঐ তোমার হৃদয়-সমুদ্রের চন্দ্ৰলেখা—একবার উঠে দেখ ! রাজা -( তথাকরণ ) বিশেষরূপে বিভূষিত হইয়া কপুরমঞ্জরীর প্রবেশ। কপুরমঞ্জরী।–বিচক্ষণ কোথায় গেল ? বিচক্ষণ -( নিকটে আসিয়া ) সখি ! দেবীর আদেশ মত কাজ কর” । রাজা -বয়স্ত ! কাজটা কি বল দিকি ? বিদুৰক —তমাল গাছের আড়াল থেকে সবই জানতে পারবে। রাজা –(তথা করুণ ) বিচক্ষণা —এই কুরুবক। কুপুরমঞ্জী –(কুরুবককে আলিঙ্গন) o
পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।