80 কপুর-মঞ্জরী। রাজা – দেখ, আমি আছি ওয়ে কেলি-শয্যা’প’ব , দেখিছু স্বপনে,-সেই পঙ্কজ-বদনী হস্তাস্তরে আছে বসি, গ্ৰহারিতে মোরে তার পদ্ম-নেত্ৰ বাণে , আমিও অমনি অঞ্চল ধরিতু তার শিথিল কবিয়া, কিন্তু হাত ছাড়াহয় গেল মুন}ণী, সেই সঙ্গে নিদ্র মোর গেল গে ভাঙ্গিযা ॥ বিদ্যুক –(স্বগত) এইরূপ শহলে বলা যাক (প্রকাষ্ঠে) দেখ বয়স্ত, আজ আমিও একটা স্বপ্ন দেখেছি । বাজা –(সগ্র তাশে ) বল দিকি কিরূপ স্বপ্ন ? বিদূষক —স্বপ্ন দেখলেম, আমি গঙ্গাব স্রোতের উপর ওযে আছি। মহাদেবের মাথার উপদে যে গঙ্গাব চৰণ স্তস্ত সেই গঙ্গার জলে আমার সর্বাঙ্গ ধুয়ে গেল। রাজা –তায় পব—হার পর ? বিদূষক – তাব পব, শবৎকালবৰ্ষী জলধারায আমাকে গ্রাস কবে? ফেলে { রাজা –আশ্চর্য । আশ্চর্য । তবে পর ? বিদুষক —তাব পং, ভগবান মার্কও স্বান্তি নক্ষত্রে চলে গেলে পব, যে সমুদ্রে সমপর্ণ নদী মিশেছে, সেই সমুদ্রে সেই মহামেঘও চলে গেল। আমিও সেই মেঘের মধ্যে বসে তারি সঙ্গে সঙ্গে চল্লেম । রাজা –তাব পল, তার পব ? বিদূষক —তাব পব, সেইখানে গিয়ে সেই মেঘ, স্থল জলবিন্দু বর্ষণ কবতে লাগল। তাব পব, সমুদ্রের মধ্যে যে ঝিমুক থাকে, তার তাদের আবরণ উদ্ঘাটন করে জলবিদুদের পান কলে, সেই সঙ্গে
পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।