তৃতীয় যবনিকান্তর। $t —ইহাদের দেহা-মাঝে প্রেমলাভে বিশেষত্ব নাহি এক রতি । মণিকা-ভূষণ, আর কুঙ্কুম, বসন —এ সবে হয় কি কভু প্রেম সংঘটন ? অপিচ :– চঞ্চল লোচন কিম্ব চন্দ্রেীপম সুন্দর আনন অথবা উত্তঙ্গ স্তন—এই সবে কিবা প্রয়োজন ? বিশেষ কারণ কিছু অবশুই আছে ধরণীতে যাহাতে কছু না সরে রমণীর হৃদয় হষ্টতে বিদূষক —তাই বটে। কিন্তু আর একটা কথা আমি জিজ্ঞাসা করি, কৌমার-দশায় রমণীদের ততটা সৌন্দর্য্য থাকে নাই বা কেন ?— আর যৌবনে তাদের সৌন্দর্য্য এত বৃদ্ধি হয়ষ্ট বা কেন ? রাজা – আছেন পিপাত দুষ্ট, অবখই এ জগৎ-মাঝে ;– —একটা নিৰ্ম্মাণে দক্ষ, অন্তটি ঘোপন-দান কাজে । একজন প্রথমেই কবেন গে৷ কুমারীর অঙ্গাদি গঠন ; দ্বিতীয়, তাহই পুন ফুটায়ে তুলেন ক্রমে করি’ উৎকীরণ ॥ রণিত বলয়, কাঞ্চী, শিঞ্জিত নুপুর, আর মরকত-মণি-মালা,কাঞ্চন-নিৰ্ম্মিত হার, —যতই প্রবল হোক মদনের পঞ্চশর সম, হৃদয়-হরণ-মন্ত্র এই যে গো নারীর যৌবন --ইহাই গো মদনের ষষ্ঠ শর গণ্য ; - ও-চেয়ে প্রবলতর কিব আছে त्रछ ?
পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।