छूडौब्र रुदनिकांच्चञ्च । 84 নায়িকা ও কুরঙ্গিকার প্রবেশ। নায়িকা –(সসাধ্বস স্বগত) ওম, এ কি এ! পূর্ণিমার চন্দ্র সহসা আকাশ থেকে নেমে এল না কি ! কিংবা নীলকণ্ঠ তুষ্ট হয়ে মনোভবের নিজ দেহ আবার ফিরিয়ে দিলেন না কি ? কিম্ব যিনি আমার হৃদয়ের দুর্জন, আর নয়নের সজ্জন, তিনিই কি আমাকে দেখা দিলেন ? ( প্রকাশুে ) সখি কুরঙ্গিকে ! আমি যে ষ্টশ্রজালের মঠ সব দেখচি । বিদুষক —(রাজার হস্ত ধারণ করিয়া) ওগো ! এ ইন্দ্রজালষ্ট বটে ! নায়িকা –( লজ্জিত ) e কুরঞ্জিকা –সখি কপূরমজরি! ওঠে ! উঠে মহারাজকে অভ্যর্থনা কর। নায়িকা –( উঠিতে উদ্যত ) রাজা –(হস্ত ধারণ করিয়া ) উঠিয়া, গো চক্ৰাননা ! खनडांश्-श्डफूत्र ওষ্ঠ তব ক্ষীণ মধ্য ভেঙো না ভেঙো না । অমনি থাকে৷ গো বসি, হেরিয়া ওরূপ থামি শমিত হউক মোর নেত্রের বাসন ॥ অপিচ — যার লাবণ্যের কাছে দলিত হরিদ্র সে ৪ তুচ্ছ অতিশয় ; কি কনক, কি চম্পক, যার রূপের কাছে স্নান হয়ে রয় ; সেই-সে তোমারে অtiজ হেরিল যে নেত্র-ছুটি * --হরিণ-নয়না !
পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।